শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

ময়মনসিংহে ডাস্টবিন থেকে বস্তায় বস্তায় মানুষের হাড়গোড়, গলিত মাংস উদ্ধার

ময়মনসিংহ শহরের একটি ডাস্টবিন থেকে মানুষের বিপুলসংখ্যক হাড়গোড় ও গলিত অংশ উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার দুপুর ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ, র‍্যাব ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে থেকেই ময়মনসিংহ শহরের সাহেব আলী সড়ক ও জমির মুন্সী সড়কের মোড়ের একটি ডাস্টবিনের আশে পাশে সাদা পলিথিন পড়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দেখে মানুষের কৌতূহল বাড়তে থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব পলিথিন উদ্ধার করে বস্তায় ভরে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম বলেন, এগুলো মানুষের হাড়গোড়। তবে কতজন মানুষের এবং কত দিন আগের মৃত মানুষের তাও বোঝা যাচ্ছে না।
কোতোয়ালি মডেল থানার উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া হাড়গোড় ও গলিত অংশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গত শুক্রবার রাতে নিয়মিত পরিচ্ছন্নতার অংশ হিসাবে ওই ডাস্টবিনের আবর্জনা সরিয়ে নিয়েছেন। তখনো এগুলো দেখা যায়নি।

মিশরের সিনাইয়ে ২২৪ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত



মিশরের সংঘাতময় সিনাই উপত্যকায় ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী। বিমানটিতে বেসামরিক যাত্রী ছিল।
রাশিয়ার বিমানসংস্থা কোগালিমাভিয়ার বিমানটি লোহিত সাগরের তীরবর্তী মিশরীয় পর্যটন শহর শার্ম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবাগের উদ্দেশ্যে উড্ডয়নের ২৩ মিনিট পরই মিশরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিমানটি বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা ৫১ মিনিটে উড্ডয়ন করে।
মিশরীয় নিরাপত্তা সংস্থাগুলো বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে।
এয়ারবাসের এ-৩২১ মডেলের বিমানটিতে ২১৭ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। যাত্রীদের বেশিরভাগই রাশিয়ার পর্যটক।
প্রথম দিকে বিমানটির ভাগ্য নিয়ে উল্টো তথ্য প্রচার করে মিশরের বিমান দুর্ঘটনা বিষয়ক সংস্থার প্রধান আয়মান আল-মুকাদ্দাম।
তিনি বলেন, বিমানটি নিরাপদে মিশরীয় আকাশসীমা ছেড়ে তুর্কি আকাশসীমায় প্রবেশ করেছে।
কিন্তু মিশরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইলও পরে বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
২০১৩ সালের জুলাইয়ে মিশরের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই সিনাই উপত্যকা ইসলামপন্থী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি সেখানে ঘাঁটি গেড়েছে ইসলামিক স্টেট। জঙ্গিদের হামলায় সিনাইয়ে মিশরের বহু সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।
তবে আজকের বিমান বিধ্বস্ত হওয়ার সাথে জঙ্গি হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

রাজধানীতে স্কুলছাত্রী ধর্ষিত, কিশোর আটক



রাজধানীর মুগদায় এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। সেও স্কুল শিক্ষার্থী।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় রাত দুইটার দিকে স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই কিশোরীর বড় বোন জানান, তারা মুগদার দক্ষিণ মাণ্ডা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ছেলে সাগর সন্ধ্যায় তার বোনকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের ঘটনা ঘটে। আশপাশের লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, সাগরকে আটক করে থানায় রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তুন পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ



দক্ষিণাঞ্চলে নতুন যে সমুদ্রবন্দরটি গড়ে তোলা হচ্ছে, সেটি আগামী দুই মাসের মধ্যেই আংশিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে পারবে বলে কর্মকর্তারা বলছেন।
পটুয়াখালি জেলার পায়রা সমুদ্রবন্দরটি হবে বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর।
বিশেষজ্ঞরা বলছেন, এটি এমনকী এই অঞ্চলের দেশগুলোর সমুদ্রবন্দরের চাহিদা মেটাতেও ভূমিকা রাখতে পারবে।
তবে বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু নির্মিত না হওয়া পর্যন্ত তারা পায়রা বন্দর ব্যবহার করতে পারবেন না।
পটুয়াখালি জেলার রাবনাবাদ চ্যানেলে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের নতুন সমুদ্রবন্দর পায়রা।
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে আমদানি-রপ্তানির কার্যক্রম যেভাবে বাড়ছে, তাতে চট্টগ্রাম ও মংলার বাইরে আরেকটি সমুদ্রবন্দর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে পোশাক শিল্প। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রায় ৮০ শতাংশ করে এই শিল্প।
ধারণা করা হচ্ছে, কমপক্ষে মধ্যম মেয়াদে পোশাক শিল্পই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে থাকবে। আর সে কারণে বন্দরের সক্ষমতা বাড়ানো এই শিল্পের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
তবে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই-এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলছেন, পদ্মা সেতু তৈরি হলেই কেবল তাঁরা পায়রা বন্দর ব্যবহার করতে পারবেন ।
গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম পায়রা বন্দরের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন। তিনি বলছেন, সড়ক ও রেল অবকাঠামো গড়ে তোলা ছাড়া পায়রা বন্দরের পুরো সক্ষমতা কাজে লাগানো যাবে না।
ব্যবসায়ীদের মতে, সবচেয়ে বড় বন্দর চট্টগ্রামের বর্তমান সক্ষমতা প্রায় পুরোটা কাজে লাগানো হচ্ছে, তাই একটি গভীর সমুদ্রবন্দর দেশের জন্যে প্রয়োজনীয় হয়ে পড়েছে।
তবে ড. মোয়াজ্জেম মনে করেন, পায়রা সমুদ্রবন্দরের একটি আঞ্চলিক গুরুত্বের দিকও রয়েছে।
কর্মকর্তারা বলছেন, পায়রা সমুদ্রবন্দরটি ডিসেম্বেরে আংশিকভাবে চালু হওয়ার পর ২০২৩ সাল নাগাদ একটি সম্পূর্ণ বন্দর হিসেবে কাজ করতে পারবে।
আর চূড়ান্ত লক্ষ্য হলো, এটিকে ধীরে ধীরে একটি গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করা।
পায়রা বন্দরটি আংশিকভাবে চালু করার লক্ষ্য নিয়েই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এগারো’শো কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে।

এ জয় দেশের ফুটবলে নতুন ইতিহাস: প্রধানমন্ত্রী

পুরস্কার বিতরণী শেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর উল্লাস। ছবি: সুমন বাবুশেখ হাসিনা বলেন, “আমি মনে করি, এটা ফুটবলের জন্য একটা নতুন মাইলফলক সৃষ্টি হল। সারা  বাংলাদেশেই এখন ফুটবল খেলা আরও জনপ্রিয়তা পাবে, আরও সুন্দরভাবে খেলবে।
 শুক্রবার গণভবনে টেলিভিশনে ফাইনাল খেলা দেখার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “চট্টগ্রাম একটা ঐতিহাসিক জায়গা। এ বিজয়ের মধ্য দিয়ে ফুটবল খেলায় চট্টগ্রাম একটা নতুন ইতিহাস সৃষ্টি করল।
আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রাম আবাহনীর এ বিজয় অত্যন্ত গৌরবের। এটা আবাহনী পরিবারের জন্যই একটা বিরাট গৌরব।
অতিরিক্ত সময়ের খেলা চলকালে গণভবনের ব্যাঙ্কোয়েট হলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকজন মন্ত্রী, আবাহনীর বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা তাদের সঙ্গে বসে শেষ কয়েক মিনিটের খেলা দেখেন।
মত বিনিময়ের এক ফাঁকে প্রধানমন্ত্রী জানান, তিনি ফাইল দেখার কাজে ব্যস্ত থাকলেও খেলা শুরুর পর তা বন্ধ করে এই খেলা দেখেন।
পুরস্কার বিতরণী শেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর উল্লাস।  
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়াতে বলেন প্রধানমন্ত্রী।
বিজয়ের জন্য প্রধানমন্ত্রী চট্টগ্রাম আবাহনী দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।   
নিজের পরিবারের সঙ্গে খেলাধুলার সম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “শেখ কামাল নিজে একজন খেলোয়াড় ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল খেলতেন। আমার দাদা শেখ লুৎফর রহমানও একজন ফুটবল প্লেয়ার ছিলেন।
তার নেতৃত্বাধীন সরকারও খেলাধুলার উন্নয়নে সব সময়ই আন্তরিক রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা সব সময়ই চেষ্টা করি আমাদের দেশে ছোট্ট শিশু থেকে শুরু করে যুবকরা প্রত্যেকেই খেলাধুলার প্রতি আরও মনোনিবেশ করবে।
বিজয় আনার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই বিজয় বাংলাদেশের জন্য একটা বিরাট গৌরব বয়ে এনেছে। কাজেই আমার দোয়া আশির্বাদ তাদের জন্য রইলো।
আর এই ফুটবল খেলা আরও জনপ্রিয়তা পাক এবং হাটে মাঠে ঘাটে সব জায়গায় এই খেলা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক।
আন্তর্জাতিক পর্যায়েও ধীরে ধীরে আরও নতুন নতুন গৌরব আসুক সে কামনা করেন প্রধানমন্ত্রী।
বিজয়ী ও রানার্স আপ দল, চট্টগ্রামবাসী এবং স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরের দর্শকদের অভিনন্দন জানান তিনি।  

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

কলকাতায় অভিনব প্রতিবাদঃ প্রকাশ্যে গো-মাংস ভক্ষণ


এদিন দুপুরেই রঙিন পোস্টার নিয়ে গান গেয়ে, কবিতা বলে কেন্দ্রের বিজেপি সরকার ও কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস-এর ভূমিকার কড়া সমালোচনায় সরব হন তারা। এরপর প্রকাশ্যেই রান্না করা গো-মাংস একে অপরকে খাইয়ে দেন সুবোধ সরকার ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। তাদের দেখে অনেকেই গো-মাংস মুখে তুলে নেন।
দেশ জুড়ে যে অলিখিত খাদ্য ফতোয়া জারি হয়েছে তার বিরোধিতা করে কবি সুবোধ সরকার জানান, ‘কোন খাদ্য ফতোয়া জারি করা চলবে না। বিভিন্ন জায়গায় খাদ্য নিয়ে যে ফতোয়া জারি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। দেশ জুড়ে খাদ্য ফতোয়া জারি হয়েছে তার বিরুদ্ধে আজ আমরা প্রতীকী প্রতিবাদ করছি। কেরল হাউজে যে পুলিশি সক্রিয়তা দেখিয়েছে তারও একটা প্রতিবাদ হওয়া জরুরী ছিল। আমরা আজকে গান গেয়ে, কবিতা বলে, গো-মাংস খেয়ে তার প্রতিবাদ করেছি।
সুবোধ সরকারের মতে, গোমাংস প্রচুর মানুষ খায়। এটা সস্তা এবং প্রোটিন সমৃদ্ধ। ডাক্তার যদি খেতে বলেন তাহলে খেতে বাধা কেথায়। কিন্তু তুমি (কেন্দ্র সরকার) নিষেধ করার কে?’
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘খাদ্যাভাষ মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। খাদ্যাভাষের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। এর সঙ্গে ধর্মকে মিলিয়ে দেশকে ভাঙার যে চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। কেরল গেষ্ট হাউজে পুলিশ যে হানা দিযেছে তারও বিরোধীতা করে তিনি বলেন এটা কেন করতে হবে

নায়লা নাঈমের পর এবার খোলামেলা মিতু!!


mitu new itemঢালিউডে একে একে যেন সানি লিওনদের আছড় পড়েছে। নায়লা নাঈমের পর এবার খোলামেলা হয়ে হাজির হয়েছেন আরেক আইটেম গার্ল। নাম মিতু।
সায়েম জাফর ইমামি পরিচালিত ‘রুদ্র- দ্যা গ্যাংষ্টার’এ একটি গানে নেচেছেন তিনি। গত ৬ অক্টোবর সাভার ফাইম ষ্টুডিওতে গানটির শ্যুটিং হয়েছে। গানটিতে মিতুর সঙ্গে নেচেছেন আলেকজান্ডার বো।
অ্যাকশনধর্মী এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন ও পিয়া বিপাশা। আছেন আহমেদ শরীফ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।

জয়ার আহসানের সেক্স ভিডিও ফাঁস।

joya
কোলকাতায় জয়ার অভিনীত প্রথম ছবিটি ছিল ‘রাজকাহিনী’। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। টালিউড পাড়া এখন সব আলোচনা রাজকাহিনীকে ঘিরে। ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রাজকাহিনী ছবিটি নির্মিত। গত ১৬ অক্টোবর রাজকাহিনী ছবিটি মুক্তি পেয়েছে কলকাতার প্রেক্ষাগৃহে। ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটিতে রুবিনা নামে একটি চরিত্রে অভিনয় করেন জয়া।
দেশে ফিরে জয়া ‘রাজকাহিনী’ নিয়ে বলেন, ছবিটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। আমার খুব ভাল লেগেছে। দুর্গাপূজার সময় ছবিটি মুক্তি পাওয়ায় দর্শকদের আনন্দ বাড়তি মাত্রা যোগ হয়েছিল।চলচ্চিত্রটির প্রচারকার্যে অংশ নেওয়াও চুক্তির একটা অংশ। আমাদের অনেক টেলিভিশন ও পত্রিকায় সাক্ষাৎকার দিতে হয়েছে। ছবিটির প্রথম প্রিমিয়ার হয় কলকাতা আইম্যাক্স সিটিতে। আমি সেখানেই প্রথম ছবিটি দেখি।
চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ছবিটির মূল কাহিনী এগারো জন পতিতাকে ঘিরে। তার মধ্যে আমি একজন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রুবিনা চরিত্রটি ফুটিয়ে তুলতে।
নতুন কাজ সম্পর্কে জয়া বলেন, হাতে দুটি কাজ আছে। পরিচালক সাইফুল ইসলাম মাননুরের ‘পুত্র’ ছবির কাজটি খুব শীঘ্রই শুরু হচ্ছে। আর হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে আকরাম খান একটি ছবি তৈরি করবেন। সেই ছবিতেও কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

নারী চিনুন ঠোঁট দেখে !


lip

নারীর ঠোঁট সৌন্দর্যের প্রতীক। আর সেই ঠোঁটের গড়ন দেখেই চিনতে পারবেন নারীর ব্যক্তিত্ব, মানসিকতা ও তাদের মন-মেজাজ সম্পর্কে। বিষয়টি পুরোপুরি ধারণানির্ভর হলেও একেবারে অযৌক্তিক নয়।
সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, নারীদের ঠোঁট দেখে তাদের ব্যক্তিত্ব, মানসিকতা, মন-মেজাজ ইত্যাদি ভালোভাবে চেনা যায়। তারা বলছেন, নারীদের ঠোঁট দেখে শতভাগ চেনা না গেলেও অন্তত তাদের যতটুকু চেনা দরকার ততটুকু চেনা যায়।
আসুন জেনে নেয়া যাক কোন ঠোঁটের নারী কেমন হয়-
১. যে নারীর ঠোঁটের আকার হৃদয়ের মতো, তিনি খুব সেক্সুয়াল ও কনফিডেন্ট।
২. যদি ওপরের ঠোঁট নীচের ঠোঁটকে কভার করে, তা হলে সেই নারীর স্বভাব এবং বিচার-বিবেচনা খুব ভালো।
৩. যে নারীর নীচের ঠোঁট মোটা, তিনি অনেক ভালোবাসা পেয়ে থাকেন। এ ঠোঁটের নারীরা কাউকে যত না ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসা পান।
৪. শুকনো ঠোঁট হলে, সেই নারী খুব পরিশ্রমী হন। তারা নিজেকে নিয়ে বেশি ভাবনা-চিন্তা করেন না।
৫. যাদের ঠোঁট মোটা, তারা খুব কঠিন স্বভাবের হন।
৬. নীচের ঠোঁট বাইরের দিকে বেরিয়ে থাকলে সেই নারী ঠোঁটকাটা হন।

টুইটারে পুনমের নগ্ন ছবিতে সয়লাব

indexসবসময় কোনো না কোনোভাবে আলোচনাতে থাকতেই চান। বলিউড অভিনেত্রী পুনমের আলোচনায় থাকার মূল অস্ত্রই বুঝি নগ্নতা। ভারত জিতলে নগ্ন হবেন, হারলে নগ্ন হবেন।
এসব ঘোষণা আর পুনমের নাম যেন একসাথে জড়িয়ে গেছে। সম্প্রতি টুইটারে নিজের বেশকিছু ছবি পোস্ট করেছেন যেগুলোতে তাকে শরীরের বেশিরভাগ অংশই উন্মুক্ত করে রাখতে দেখা গেছে। নতুন ভাবে আলোচনায় আসার জন্যই তাঁর এই ফন্দি বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা, টুইটারে এখন পুনমের এইসব উত্তেজক ছবিতে সয়লাব। দেখা যাক পুনমের জন্য কি অপেক্ষা করছে।

এবার সুন্দরবনে ৫১০ টন কয়লা বোঝাই জাহাজ ডুবি



এবার ৫১০ টন কয়লা নিয়ে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীতে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মংলার বউটি মার্কেট এলাকায় তলা ফেটে এমভি জি.আর রাজ নামের জাহাজটি ডুবে যায়।

মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাহাজটির মাস্টার মো. ভুলু গাজী (৪০) জানান, কার্গোটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনা যাচ্ছিলো। পথে সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীতে জাহ‍াজটির তলা ফেটে ডুবে যায়।

তবে জাহাজে থাকা ১০ জন কর্মচ‍ারি নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

এর আগে, গত বছরের ০৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা ঘটে। এতে সুন্দরবনের জীব বৈচিত্রের ব্যাপক ক্ষতি হয়। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে বহু দিন।
এবার কয়লা বোঝাই জাহাজ ডুবির ঘটনায় নতুন করে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এই ম্যানগ্রোব ফরেস্টের কি ধরনের ক্ষতি হয় তাই এখন দেখার বিষয়।

চীনের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ : উত্তেজনা



দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
চীন বলছে, তাদের এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে দেখার পর তারা ওই জাহাজটিকে সতর্ক করে দিয়েছে।
জাহাজটি ওই সাগরে কৃত্রিমভাবে তৈরি করা চীনের কয়েকটি দ্বীপের কাছাকাছি বিতর্কিত জলসীমায় ঢুকে পড়েছিলো।
বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের এই তৎপরতা অবৈধ এবং চীনের সার্বভৌমত্বের ওপর হুমকি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, এটা রুটিন অপারেশন এবং আন্তর্জাতিক জলসীমা আইন মেনেই তা করা হয়েছে।
দক্ষিণ চীন সাগরের যে বিতর্কিত অঞ্চলটিকে চীন তাদের সমুদ্র সীমা বলে দাবি করছে, সেখানে যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই কিছু জাহাজ পাঠানোর পরিকল্পনা করছিল।
সেই পরিকল্পনার অংশ হিসেবেই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাসেন চীনের তৈরি কৃত্রিম দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে পড়ে।
চীনের কড়া হুমকি
যেমনটা প্রত্যাশিত ছিল, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। চীনের পররাষ্ট্র দফতর বলেছে, এটি চীনের সার্বভৌমত্ব লংঘনের সামিল।
চীনের সরকারি গণমাধ্যমে এই ঘটনাকে এক নগ্ন উস্কানি বলে বর্ণনা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র লু কাং অভিযোগ করেন, ওয়াশিংটন ইচ্ছে করেই দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।
"যে কোন দেশের ইচ্ছাকৃত উস্কানির বিরুদ্ধে চীন শক্ত ব্যবস্থা নেবে...চীন তাদের আকাশ সীমা এবং সমুদ্র সীমার ওপর তীক্ষ্ণ নজর রাখছে।" চীনের "সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বার্থে" আঘাত হানার বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দেন।
কিন্তু চীন যাকে নিজের সমুদ্র সীমা বলে দাবি করছে, সেটিকে চীনের অনেক প্রতিবেশী দেশ বিবেচনা করে আন্তর্জাতিক সমুদ্র সীমা হিসেবে।
২০১৩ সালে দক্ষিণ চীন সাগরের ডুবন্ত কোরাল রীফের ওপর মাটি ফেলে চীন এই কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে, এরপর সেখানে সামরিক ব্যবহারের উপযোগী রানওয়ে এবং লাইটহাউজও বসানো হয়। এসবের লক্ষ্য ছিল চীনের সমুদ্র সীমা দক্ষিণ চীন সাগরের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত করা।
যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে জাপান
যুক্তরাষ্ট্র বলছে, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমুদ্র সীমা হিসেবে সবার জন্য উন্মুক্ত ছিল, কৃত্রিম দ্বীপ তৈরি করে সেটিকে নিজের বলে দাবি করা যায় না। ওয়াশিংটন পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, তারা ভবিষ্যতেও ঐ অঞ্চলে তাদের ভাষায় এরকম 'স্বাধীন সমুদ্রচলাচল অভিযান' পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানও একই ধরণের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে।
দক্ষিণ চীন সাগর বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি। এই সমুদ্র পথে এখন বছরে পাঁচ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়।
বিশ্লেষকরা বলছেন, সে কারণেই চীনের মত এক অর্থনৈতিক পরাশক্তি এটিকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে।
কিন্তু শুধু চীন নয়, ভিয়েতনাম এবং ফিলিপিন্সও একইভাবে কৃত্রিম দ্বীপ তৈরি করে তাদের সীমানা বাড়াতে চাইছে।
কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে জাপান, ফিলিপিন্স এবং ভিয়েতনামের পক্ষ নিয়ে ঐ অঞ্চলে সামরিক পেশি প্রদর্শনের চেষ্টা করছে, তাতে বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক শক্তির মধ্যে সামরিক উত্তেজনা সামনে আরও বাড়বে বলে আশংকা করছেন বিশ্লেষকরা।

সিরিয়া নিয়ে পশ্চিমাদের আলোচনায় ডাক পড়লো ইরানেরও



সিরিয়া যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে যোগ দিতে প্রথমবারের মতো ইরানকেও আমন্ত্রণ জানানো হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই খবরটি নিশ্চিত করেছে।
তবে আগামীকাল ভিয়েনায় শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান থেকে আদপেই কেউ অংশ নেবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, “তাদের আমন্ত্রণ জানানো হবে বলে আশা করছি, তবে ভিয়েনায় কালকের এই সংলাপের আমন্ত্রণ তারা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার”।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ, এবং ইউরোপ ও আরবের কূটনীতিকরা এই আলোচনায় যোগ দেবেন বলে কথা রয়েছে।
সিরিয়া নিয়ে এর আগের সব মধ্যস্থতার চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
তবে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক বলছেন, এবার প্রথমবারের মতো একটি সমাধানের আশা তৈরি হয়েছে।
সিরিয়ায় চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষের শক্তি ইরান এবং কালকের বৈঠকে যারা অংশ নেবেন তারা বরাবরই সিরিয়ায় তেহরানের ভূমিকার সমালোচনা করে আসছে।

বেনাপোল সীমান্তে ‍বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ


বার বার ভারত-বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর উচ্চপর্যায়ের সীমান্ত হত্যা বন্দ বৈঠক করে অঙ্গীকার করলেও সীমান্ত হত্যাকাণ্ড বন্দ হয়নি।
বেনাপোলের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের বন্যবাড়ি সীমান্তে বাংলাদেশি গরুর রাখাল মনিরুলকে (৩৫) পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ।
মঙ্গলবার ভোর বেলার দিক এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সীমান্ত মানুষের ধারণা করছে।নিহত মনিরুল বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের বালুন্ড গ্রামে মুনসুরের ছেলে।
নিহতর পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে মনিরুল এবং তার সঙ্গে কয়েকজন ভারতে গরু আনতে যায়। কিন্তু রাতে আর তারা বাড়ি ফেরে নাই।মঙ্গলবার সকালে বেনাপোলে পুটখালি সীমান্তের বিপরীতে পানিতে লাশ ভাসতে দেখে পুটখালি বিজিবি ক্যাম্পে এলাকাবাসি খবর দেয় ।বিজিবি ঘটনাস্থলে যাওয়ার আগে ভারতের গাইদঘাটা থানার পুলিশ লাশ নিয়ে চলে যায়।
পুটখালি ২৩ বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদউদ্দিন জানান, ঘটনাটি তারা শুনে গন্তব্য যাওয়ার আগে লাশ ভারতের পুলিশ নিয়ে গছে। তবে বাংলাদেশের গরুর রাখালের লাশ হলে তারা ফিরিয়ে আনার উদ্যোগ নিবে।
পুটখালি ইউনয়ন চেয়ারম্যান আ: গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মনিরুলের লাশ ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা চালাচ্ছি।

যুবলীগ নেতার আস্তানায় অভিযান: দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার



সোনাগাজী সদর যুবলীগ সভাপতি হিরন বাহিনীর প্রধান জলদূস্য আলাউদ্দিন ইসকান্দরের মাছের ঘের থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরখোয়াজ গ্রামের জৌনপুরী মৎস্য খামার থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন এস্কান্দারের মাছের ঘের সংলগ্ন তার আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি রকেট ল্যান্সার, ১টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি ও বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে খুন, ডাকাতি, সন্ত্রাস চাঁদাবাজীসহ অসংখ্য অভিযোগ ও বেশকয়েকটি মামলা রয়েছে। পুলিশ অভিযানের সংবাদে জলদূস্য বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।

রাজস্ব আদায় কমে যাওয়ায় 'আনহ্যাপি' অর্থমন্ত্রী

                          রাজস্ব আদায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কম হওয়ায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে রাশিয়ার নিউক্লিয়ার কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন বলেন, ‘এটা ব্যাড সিগন্যাল। আই এম আনহ্যাপি। এ পরিস্থিতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের চেয়ারম্যানকে ডেকে তিনি এ ব্যাপারে কথা বলবেন। তবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এবং তা আগের বছরের তুলনায় কতটা কম সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম তিন মাসে অতীতের যেকোন সময়ের তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগের।

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

সাঈদীকে আমি ছাড়া কেউ ফাঁসি দেননি : বিচারপতি শামসুদ্দিন মানিক

manik-2
লন্ডনে নিজের ওপর হামলা প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এই হামলার সঙ্গে জামায়াত-শিবিরও জড়িত।গত ২১ অক্টোবর অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লন্ডনের বেথনাল গ্রিন ইয়র্ক হলে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পরিদর্শন শেষে গাড়িতে ওঠার আগে হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে তার মেয়েও ছিলেন।ওই দিনই তিনি ঢাকা থেকে লন্ডন পৌঁছেন। বিচারপতি মানিক তার ওপর হামলার বিবরণ দিয়ে বলেন, ‘হামলাকারীরা আমাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। কিন্তু আমার মেয়ের প্রতিরোধ এবং পূজা কমিটির লোকজন এগিয়ে আসায় তারা ব্যর্থ হয়েছে।তিনি আরও জানান, ‘ঘটনার পর পরই পুলিশ আসে এবং তারা এই হামলার তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিচারপতি মানিক জানান, ‘আমি লন্ডনে আসার কয়েকদিন আগে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে বলেছিলাম, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন এমন কোনও প্রমাণ নেই। তিনি মূলত পাকিস্তানিদের খবরাখবর দিতেন। আর প্রত্যেক সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধের তথ্য পাওয়া যায়। কিন্তু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করার ব্যাপারে কোনও তথ্য নেই। তিনি ছিলেন একজন পাকিস্তানপত্নী। আর এরপর থেকেই আমার ওপর হামলার পরিকল্পনা হয়। তিনি বলেন, ‘এছাড়া, আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।বিচারপতি মানিক বলেন, ‘২০১২ সালের ২৭ জুন আমার ওপর লন্ডনে আরও একবার হামলা হয়েছিল। সেই হামলা অত বড় ছিল না। তবে এবার আমাকে মারপিট করে মাটিতে ফেলে অপহরণের চেষ্টা করা হয়।২০১২ সালে হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাহের হত্যা মামলার জাজমেন্টে বলেছিলাম জিয়াউর রহমান ছিলেন ঠাণ্ডা মাথার খুনি। তিনি বিচারের আগেই তাহেরকে হত্যা করেন। জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর থেকে বিএনপির লোকজন আমি লন্ডনে আসলেই আমাকে ধাওয়া করত।বিচারপতি মানিক জানান, তিনি এখন বাসায়ই বিশ্রাম নিচ্ছেন। তবে এখনও পুরোপুরি সুস্থ নন। আর তার নিরাপত্তার ব্যাপারে লন্ডনে বাংলাদেশ দূতাবাস ব্যবস্থা নিয়েছে।
লন্ডনে নিজের ওপর হামলা প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।’ একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এই হামলার সঙ্গে জামায়াত-শিবিরও জড়িত।’ গত ২১ অক্টোবর অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লন্ডনের বেথনাল গ্রিন ইয়র্ক হলে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পরিদর্শন শেষে গাড়িতে ওঠার আগে হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে তার মেয়েও ছিলেন।ওই দিনই তিনি ঢাকা থেকে লন্ডন পৌঁছেন। বিচারপতি মানিক তার ওপর হামলার বিবরণ দিয়ে বলেন, ‘হামলাকারীরা আমাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। কিন্তু আমার মেয়ের প্রতিরোধ এবং পূজা কমিটির লোকজন এগিয়ে আসায় তারা ব্যর্থ হয়েছে।’ তিনি আরও জানান, ‘ঘটনার পর পরই পুলিশ আসে এবং তারা এই হামলার তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিচারপতি মানিক জানান, ‘আমি লন্ডনে আসার কয়েকদিন আগে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে বলেছিলাম, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন এমন কোনও প্রমাণ নেই। তিনি মূলত পাকিস্তানিদের খবরাখবর দিতেন। আর প্রত্যেক সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধের তথ্য পাওয়া যায়। কিন্তু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করার ব্যাপারে কোনও তথ্য নেই। তিনি ছিলেন একজন পাকিস্তানপত্নী। আর এরপর থেকেই আমার ওপর হামলার পরিকল্পনা হয়। তিনি বলেন, ‘এছাড়া, আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।’ বিচারপতি মানিক বলেন, ‘২০১২ সালের ২৭ জুন আমার ওপর লন্ডনে আরও একবার হামলা হয়েছিল। সেই হামলা অত বড় ছিল না। তবে এবার আমাকে মারপিট করে মাটিতে ফেলে অপহরণের চেষ্টা করা হয়।’ ২০১২ সালে হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাহের হত্যা মামলার জাজমেন্টে বলেছিলাম জিয়াউর রহমান ছিলেন ঠাণ্ডা মাথার খুনি। তিনি বিচারের আগেই তাহেরকে হত্যা করেন। জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর থেকে বিএনপির লোকজন আমি লন্ডনে আসলেই আমাকে ধাওয়া করত।’ বিচারপতি মানিক জানান, তিনি এখন বাসায়ই বিশ্রাম নিচ্ছেন। তবে এখনও পুরোপুরি সুস্থ নন। আর তার নিরাপত্তার ব্যাপারে লন্ডনে বাংলাদেশ দূতাবাস ব্যবস্থা নিয়েছে।
- See more at: http://amarbangladesh-online.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%88%E0%A6%A6%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%89-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8/#.Vi0jiMVM3IW