সায়েম জাফর ইমামি পরিচালিত ‘রুদ্র- দ্যা গ্যাংষ্টার’এ একটি গানে নেচেছেন তিনি। গত ৬ অক্টোবর সাভার ফাইম ষ্টুডিওতে গানটির শ্যুটিং হয়েছে। গানটিতে মিতুর সঙ্গে নেচেছেন আলেকজান্ডার বো।
অ্যাকশনধর্মী এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন ও পিয়া বিপাশা। আছেন আহমেদ শরীফ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।