বিষেষজ্ঞরা জানাচ্ছেন, চুমুর মাধ্যমে মিলতে পারে স্বাস্থ্যগত কিছু উপকারিতা।
যেমন-১. রোগ-বালাই দূর করে : বিজ্ঞানীরা বলেন, চুমুর মাধ্যমে দুজনের মধ্যে সুষ্ঠু বিপাকক্রিয়া শুরু হয়। বিশেষ করে চুমুর মাধ্যমে যদি ঘটনা যৌনতার দিকে গড়ায়, তবে বহু ক্ষতিকর ভাইরাসের পতন ঘটে।
যেমন-১. রোগ-বালাই দূর করে : বিজ্ঞানীরা বলেন, চুমুর মাধ্যমে দুজনের মধ্যে সুষ্ঠু বিপাকক্রিয়া শুরু হয়। বিশেষ করে চুমুর মাধ্যমে যদি ঘটনা যৌনতার দিকে গড়ায়, তবে বহু ক্ষতিকর ভাইরাসের পতন ঘটে।
২. বন্ধন সুদৃঢ় করে : দম্পতিদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করে লিপ কিস। চুমুর সময় উভয়ের দেহে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যা বন্ধন দৃঢ় করে।
৩. যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে : মানুষের নানা সমস্যা দূর করে যৌনতা। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং হৃদযন্ত্রের দেখভাল করে। আর যৌনতায় আকাঙ্ক্ষা বৃদ্ধি করে চুমু।
৪. সুখী করে তোলে : চুমুর মাধ্যমে এন্ডোফিনস এবং এন্ডোরফিনস হরমোনের ক্ষরণ ঘটায় যা মানুষকে সুখী করে তোলে। অর্থাৎ, চুমুর মাধ্যমে মানুষ সুখকর অনুভূতি পায়।
৫. ব্যথা দূর করে : চুমুর কারণে দেহে অ্যান্ড্রেনালাইন হরমোনের ক্ষরণ ঘটে। এই হরমোন ব্যথা নাশ করে। চুমুর মাধ্যমে মাথাব্যথার মতো যন্ত্রণা থেকে মুক্তি মেলে।
৬. স্ট্রেস কমায় : মানসিক চাপ সামলে নিতে দারুণ এক মাধ্যম চুম্বন। দেহে কর্টিসল নামের স্ট্রেস হরমোন কমায় চুমু। কাজেই এর সঙ্গে স্ট্রেসও দূর হবে।
৭. ক্যালরি পোড়ায় : চুম্বনরত অবস্থায় ক্যালরি পোড়ে। এর সঙ্গে বিপাক ক্রিয়া আরও বেশি কার্যকর হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলেন, ব্যায়ামাগারে সময় না দিতে পারলে যদি কেউ তার সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে চুমুর কার্যক্রমটি সারেন তবে যথেষ্ট ক্যালরি দূর হতে পারে।
চুমুর আবার স্বা্স্থ্য উপকারীতা? অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্যি। বিজ্ঞানের কল্যাণে এটা প্রমাণিত। চুমু কেবলমাত্র প্রেম-ভালোবাসা-আদর প্রকাশের মাধ্যম নয়। চুমুর কারণে অনেক রোগ-বালাই দূর হয়, ক্যালরি কমে, মানসিক চাপ দূর হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া