সোনাগাজী সদর যুবলীগ সভাপতি হিরন বাহিনীর প্রধান জলদূস্য আলাউদ্দিন ইসকান্দরের মাছের ঘের থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরখোয়াজ গ্রামের জৌনপুরী মৎস্য খামার থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন এস্কান্দারের মাছের ঘের সংলগ্ন তার আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি রকেট ল্যান্সার, ১টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি ও বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে খুন, ডাকাতি, সন্ত্রাস চাঁদাবাজীসহ অসংখ্য অভিযোগ ও বেশকয়েকটি মামলা রয়েছে। পুলিশ অভিযানের সংবাদে জলদূস্য বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।