নায়লা নাঈম |
নায়লা নাঈম পেশায় দন্ত-চিকিত্সক নায়লা পাঁচ বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত আছেন। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। সম্প্রতি তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন নায়লা। খুব অল্প সময়েই আলোচনার শীর্ষে চলে এসেছেন নায়লা নাইম।
আর তা কারণও আছে বটে। তার মত এতো খোলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করার সাহস অন্য মডেলদের হয়নি বললেই চলে। মডেলিং এ তার এই সাহসী উপস্থাপন একদিকে যেমন সমালোচনা কুড়িয়েছে, অপর দিকে প্রশংসাও পেয়েছেন।
জেকলিন মিথিলা |
একের পর এক ফেসবুকে সানি লিয়নের মতো করে ছবি আপলোড দিয়ে শোবিজ ও মডেল জগতে তিনি আলোচনা সৃষ্টি করেন। মিথিলা জানান সম্প্রতি ঈদে তিনি একটি স্পেশাল ফটোশ্যুট করেছেন, যা একেক করে তিনি তাঁর ফেসবুক প্রোফাইল আর পেজে আপলোড দিয়েছেন। ঈদ স্পেশাল ফটোটির নাম দিয়েছেন ডার্ক বিউটি।
সম্প্রতি তিনি কাজ করছেন একটি হট আইটেম গানে, যা তার দর্শকদের চমকে দেবে এবং নুতুনত্বের এক নতুন দ্বার খুলে দিবে মডেলিং জগতে। এমনটাই বলছেন তিনি।
যেহেতু এই ধরনের শ্যুট এখনো বাংলাদেশের কেউ করেনি, তাই তাঁর ভক্তরা মনে করে বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র আন্তর্জাতিক মানের মডেল। এই দিকে জেকলিন সংবাদ মাধ্যমকে অন্যান্য মডেলদের চেলেঞ্জ ছুরে দিয়ে বলেন, ভবিষ্যতে এমন কিছু কাজ করতে চান যা আজ পর্যন্ত কেউ করেনি।
তৃণ |
ছবিটি প্রসঙ্গে অনেকেই বলছেন তাহলে কি তৃণ নায়লার পথেই পা বাড়াচ্ছেন? নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করে জনপ্রিয়তা বাড়ানোর পথটা কি তাহলে তৃণও অনুসরণ করছেন? এসব তর্ক-বিতর্কের সমাধানটা এখন শুধু সময়ের ব্যাপার!