জ্যাকলিন মিথিলা বাংলাদেশের মডেল। তিনি স্বপ্ন দেখেন সানি লিওন হওয়ার। সম্প্রতি তিনি কিছু বিতর্কীত ছবি ফেসবুকে পোষ্ট করে একরকম হৈ চৈ ফেলে দিয়েছেন।
জ্যাকলিন মিথিলা তার খোলামেলা ছবি ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পর রীতিমত সমালোচনার জোয়ার বইছে সামাজিক গনমাধ্যম সহ অনলাইন সংবাদ পোর্টাল গুলোতে।
অনেকেই বলছে নিজেকে বেশি বেশি করে প্রচারনায় আনতে এমন খোলামেলা ছবি পোষ্ট করছেন জ্যাকলিন মিথিলা। এ ব্যাপারে অবশ্য জ্যাকলিন মিথিলার সাফ জবাব ‘কারও কোন কথায় আমার কিছু যায় আসে না, তাই আমার পথ চলা থেমে থাকবে না। আমি জানি বাট ভুল কিছু করছি না।
’মুলত হালের নায়িকা সানি লিওনকে অনুকরন করলেও তিনি বাংলাদেশি আর এক সমালোচিত মডেল তারকা নায়লা নাঈমের পথে হাটছেন বলে বেশ কয়েকজন সেলিব্রেটি মন্তব্য করেছেন।