শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

রাজধানীতে স্কুলছাত্রী ধর্ষিত, কিশোর আটক



রাজধানীর মুগদায় এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। সেও স্কুল শিক্ষার্থী।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় রাত দুইটার দিকে স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই কিশোরীর বড় বোন জানান, তারা মুগদার দক্ষিণ মাণ্ডা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ছেলে সাগর সন্ধ্যায় তার বোনকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের ঘটনা ঘটে। আশপাশের লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, সাগরকে আটক করে থানায় রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।