শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

নগ্নতায় কিছু উঠতি মডেল



ফেসবুকে অশ্লীল ছবি আপলোড দিয়ে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে নিচ্ছনে কিছু উঠতি মড়েল খোলামেলা ফটোশ্যুট করে এরই মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেযুগের সাথে তাল মিলিয়ে বিদেশী মড়েলদের মত বাংলাদেশি নারী মডেলরাও নগ্নফটোশ্যুট করে মিড়িয়ায় উপস্থাপন করছে। মিড়িয়ায় আলোচনার খুব সহজ মাধ্যম হিসেবে বেচেঁ নিয়েছে ফেসবুককে
এদের মধ্যে নায়লা নাঈম সবার প্রথম দৃষ্টি নন্দন খোলামেলা ফটোশ্যুট করে নিন্দুকের মুখে লাগাম দিয়েছেন। এরপর তালিকায় আছেন জ্যাকুলিন মিথিলা। আর সম্প্রতি তৃণ চলে এসেছেন। এসেছেন রেশমী এলোন সহ অনেকে
নায়লা নাঈম:
পেশায় দন্ত-চিকিত্সক নায়লা পাঁচ বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত আছেন। বিজ্ঞাপনচিত্র মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। সম্প্রতি তন্ময় তানসেন পরিচালিতরান আউটছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন নায়লা। খুব অল্প সময়েই আলোচনার শীর্ষে চলে এসেছেন নায়লা নাইম
আর তা কারণও আছে বটে। তার মত এতো খোলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করার সাহস অন্য মডেলদের হয়নি বললেই চলে। মডেলিং তার এই সাহসী উপস্থাপন একদিকে যেমন সমালোচনা কুড়িয়েছে, অপর দিকে প্রশংসাও পেয়েছেন



 
জ্যাকুলিন মিথিলা:
একের পর এক নতুন ছবি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন হালের অন্যতম হট মডেল জেকলিন মিথিলা। সেই সুবাদেই হঠাৎ করে সবার নজর কেরেছেন এই মডেল কন্যা। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি আপলোড দিয়ে নিজেকে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে নিয়েছেন। নিজেকে বাংলাদেশের সানি লিয়ন দাবি করেন মডেল জেকলিন মিথিলাএকের পর এক ফেসবুকে সানি লিয়নের মতো করে ছবি আপলোড দিয়ে শোবিজ মডেল জগতে তিনি আলোচনা সৃষ্টি করেন। মিথিলা জানান সম্প্রতি ঈদে তিনি একটি স্পেশাল ফটোশ্যুট করেছেন, যা একেক করে তিনি তাঁর ফেসবুক প্রোফাইল আর পেজে আপলোড দিয়েছেন। ঈদ স্পেশাল ফটোটির নাম দিয়েছেন ডার্ক বিউটি

সম্প্রতি তিনি কাজ করছেন একটি হট আইটেম গানে, যা তার দর্শকদের চমকে দেবে এবং নুতুনত্বের এক নতুন দ্বার খুলে দিবে মডেলিং জগতে। এমনটাই বলছেন তিনিযেহেতু এই ধরনের শ্যুট এখনো বাংলাদেশের কেউ করেনি, তাই তাঁর ভক্তরা মনে করে বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র আন্তর্জাতিক মানের মডেল। এই দিকে জেকলিন সংবাদ মাধ্যমকে অন্যান্য মডেলদের চেলেঞ্জ ছুরে দিয়ে বলেন, ভবিষ্যতে এমন কিছু কাজ করতে চান যা আজ পর্যন্ত কেউ করেনি

তৃণ:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তৃণ দীর্ঘদিন ধরে ্যাম্প মডেল হিসেবে কাজ করছেন। অনেকটা নায়লার অনুকরণেই তৃণ ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে বেশ খোলামেলা ভাবেই ছবি তুলে ফেসবুকের প্রোফাইল ছবি দিয়েছেন। আর সেটা নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে ব্রাজিল তার প্রিয় দল। নেইমারের খেলা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যান তিনি। আর তাই প্রিয় দলের পতাকা পরে ফটোসেশন করেছেন তৃণ
ছবিটি প্রসঙ্গে অনেকেই বলছেন তাহলে কি তৃণ নায়লার পথেই পা বাড়াচ্ছেন? নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করে জনপ্রিয়তা বাড়ানোর পথটা কি তাহলে তৃণও অনুসরণ করছেন? এসব তর্ক-বিতর্কের সমাধানটা এখন শুধু সময়ের ব্যাপার!

রেশমী এলোন:
বেশ কিছু অশ্লীল সমালোচিত ছবি ফেইসবুকে প্রকাশ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। রেশমি এলোন তিনি নিজেকে শুধু মাত্র বেশি মডেল হিসেবেই না, বরং ইন্টারনেশনার মডেল হিসেবেও দাবী করেন। রেশমী বলেন,আমি কারো নাম ধরে বলবো না, কারন আমি রেশমী এলোন আমার একটা পারসোনালিটি আছে, এসব মেয়েরাঅল্প পানির মাছ বেশী পানিতে পরলে যা হয় আরকি, তবুও বন্ধুর মতন করে একটা কথা বলবো- যেমন তোমরা ধাম করে আকাশে উঠবেআবার ধাম করে মাটিতে পড়ে যাবে। ধৈর্যের ফল অনেক ভালো বা শক্ত হয়
আরেকটা কথা কেও কারো জায়গা নিতে পারে না, আর যদি পারতোই”’ তাহলে, আমাদের স্টার শাবনুর, সাকিব খান, অপু বিশ্বাস, পরী মনি, মান্না, মৌসুমী, তিসা, মোনালিসা, সারিকা, পূর্ণিমা, বিপাশা কবির ,এদের জায়গাগুলো অন্য কেও নিয়া যেত, আর সানি-লিওন তো আকাশ ছোয়ার মতন অনেক দুরের ব্যাপার মিডিয়ায় কেও কারো সাথে টক্কর দিয়া যেতে পারবে না
কারন মিডিয়া খুব ছোট একটা জায়গা, একজনের সাথে আর একজনের খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়, তবে টক্কর দেওয়া যেত’- যদি এটা একটা খেলার মাঠ হতআমি মনে করিআমরা শিল্পী, আমাদের মন অনেক উদার হওয়া উচিৎ, একজন শিল্পী আর একজন শিল্পীর সাথে ভালো সম্পর্ক থাকা উচিৎ
আর আমি নায়লা নাইম কে ভীষন সম্মান আর স্যালুট করবো, কারন সে আমাদের দেশটাকে পৃথিবীর অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, আর নায়লার জায়গাটাও কেও নিতে পারবে নাআর আমি কারো সাথে চ্যালেঞ্জ করে কাজ করতে যাবো না,আমার যোগ্যতাই আমাকে আমার জায়গায় নিয়া যাবে
আমি রেশমী এলোন, আর কেও আমার জায়গাও নিতে আপারবে না। আমি আস্তে আস্তে বেচে বেচে কাজ করেই আমি আমার মতন আগাবো ইনশাআল্লাহ