জার্মানিতে নির্বাসিত দুই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট শাম্মী হক ও অনন্য আজাদের ভালোবাসা দিবসের চুমুর ইভেন্টে সমর্থন জানিয়েছেন আরেক নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে দেয়া এক স্ট্যাটাসে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কত প্রিমিটিভ সমাজ হলে ছেলে মেয়েকে প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। সময় তো প্রকাশ্যে সেক্স করার।’ উল্লেখ্য, কিছুদিন আগে একটি ফেসবুক ইভেন্টে ভালোবাসা দিবসে ঢাকায় প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য প্রেমিক যুগলদের প্রতি আহ্বান জানান শাম্মী হক ও অনন্য আজাদ। এ ইভেন্টের নাম তারা দিয়েছেন ‘ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব।’ এই আহ্বানের পর থেকেই স্যোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।