তাই সুযোগ খুঁজছিলেন সানিকে টেক্কা দেওয়ার। আর সে কারণে রাখি এবার নিজেও ঘোষণা দিলেন শিগগিরই পর্ন ছবিতে অভিনয় করবেন বলে!
সম্প্রতি সানির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউডের মি. পারফেকশনিষ্ট খ্যাত আমির খান। তারপর আমির নিজে সানির সাথে নাকি সাক্ষাতও করে ফেলেছেন। বিষয়টি নিয়ে রাখির যেন গা জ্বলছে!
তাই রাগের মাথায় রাখি
বলেই দিয়েছেন,
‘সানি তোমার
সাথে দেখা
করতে আমিরও
ছুটে আসে,
শোনা যাচ্ছে
সে নাকি
তোমার সাথে
কাজ করতেও
আগ্রহী।
তবে আরেকটা
ভালো খবর
আছে।
সেটা হচ্ছে
আমিও শিগগিরই
পর্ন ছবিতে
নামছি।’
রাগের বশে এমন কথা বললেও সত্যিই তিনি নীল জগতে পা বাড়াবেন কিনা সেটা নিয়ে মুখ খোলেননি। একজন পর্নস্টার হিসেবে তবে কি রাখি সত্যিই পর্ন জগতে পা বাড়াচ্ছেন? বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে রাখি ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
রাগের বশে এমন কথা বললেও সত্যিই তিনি নীল জগতে পা বাড়াবেন কিনা সেটা নিয়ে মুখ খোলেননি। একজন পর্নস্টার হিসেবে তবে কি রাখি সত্যিই পর্ন জগতে পা বাড়াচ্ছেন? বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে রাখি ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।