বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

অতীতের সব রেকর্ড ভাঙতে এবার আসছে ‘জিসম থ্রি’ !


বলিউড সিনেমা এখন বেশ পরিবর্তন এসেছে এই পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় যেন অনেকটাই খোলামেলা হয়ে আসছে বলা যায় অশ্লীলতার কোন তোয়াক্কাই করছেন না তারা সেই মাত্রাটি আরো বাড়িয়ে দিতে আসছেজিসমসিরিজের তৃতীয় ছবিজিসম থ্রি বলিউডের সবচেয়ে উত্তেজক ছবি হতে যাচ্ছে এটি, এমনটিই জানিয়েছেন পরিচালক পূজা ভাট
খবরে প্রকাশ `জিসম` সিরিজের তৃতীয় পর্বের কাজ শুরু হতে চলেছে আর এই সিরিজের সিনেমা মানেই রগরগে সব দৃশ্য থাকবে সেখানে অনেকে ভেবেছিলেন জিসম-টু যখন পূজা ভাট করছেন তখন এমনটা নাও হতে পারে কিন্তু দর্শকের ধারণা সিনেমা মুক্তির পর পাল্টে যায় এবার আবার এই পূজা ভাটই ঘোষণা দিয়েছেন, আগের দুটোর চেয়ে নাকি এবারেরটা বলিউডের সবচেয়ে উত্তেজক সিনেমা হতে চলেছে

সিনেমায় গল্পে দেখানো হবে তিনজন পুরুষ একজন মহিলাকে নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা। ২০১৭ সালে রিলিজ করবে ভাট ক্যাম্পের এই সিনেমা। তবে ছবিটিতে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি
উল্লেখ্য, ২০০৩ সালে বিপাশা বসু জন আব্রাহামকে দিয়েজিসমসিরিজ শুরু করেছিলেন ভাট ক্যাম্প। সেই সিনেমা পরিচালনা করেছিলেন অমিত সাক্সেনা, প্রযোজক ছিলেন পূজা ভাট। ২০১২ সালে সানি লিওনের আত্মপ্রকাশ হয়েছিলজিসম টুছবিতে। পূজা ভাট নিজেই সেই সিনেমা পরিচালনা করেছিলেন। বানিজ্যিকভাবে জিসম, জিসম টু দুটো বক্স অফিসে সফলতা পায়