অল-রাউন্ডার বিলাল আসিফের অসাধারণ পারফরমেন্সে
জিম্বাবুয়েকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে একদিনের আন্তর্জাতিক সিরিজও
জিতে নিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে মাত্র ১৬১ রানে
অল আউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ৯৬ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয় তুলে
নেয়।
বিলাল আসিফের বিধ্বংসী বোলিংয়ে তারা সুবিধা করতে পারেনি। ৩৮.৫ ওভারে ১৬১ রানেই তারা অলআউট হয়ে যায়। বিলাল আসিফ ৫ উইকেট নেন মাত্র ২৫ রান খরচ করে। পরে তিনি ব্যাট হাতেও পাকিস্তানের জয়কে সহজ করে দেন। তিনি ৩৯ বলে ৩৮ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে মুতুবামি সর্বোচ্চ ৬৭ রান করেন।
পাকিস্তান একদিনের সিরিজটি জয় করল ২-১ ম্যাচে। এর আগে দুই ম্যাচ টি২০ সিরিজে তারা জয় পেয়েছিল ২-০-এ।
বিলাল আসিফের বিধ্বংসী বোলিংয়ে তারা সুবিধা করতে পারেনি। ৩৮.৫ ওভারে ১৬১ রানেই তারা অলআউট হয়ে যায়। বিলাল আসিফ ৫ উইকেট নেন মাত্র ২৫ রান খরচ করে। পরে তিনি ব্যাট হাতেও পাকিস্তানের জয়কে সহজ করে দেন। তিনি ৩৯ বলে ৩৮ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে মুতুবামি সর্বোচ্চ ৬৭ রান করেন।
পাকিস্তান একদিনের সিরিজটি জয় করল ২-১ ম্যাচে। এর আগে দুই ম্যাচ টি২০ সিরিজে তারা জয় পেয়েছিল ২-০-এ।