মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

মিনা ট্রাজেডি: নিহত বাংলাদেশী হাজির সংখ্যা বেড়ে ৫১



মিনা ট্রাজেডিতে নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। এখন পর্যন্ত ১৩০ জন বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়ে তিনি বলেছেন, নিখোঁজদের খোঁজে কাজ চলছে। দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে খোঁজখবর চালাচ্ছেন। সৌদি কতৃপক্ষ নিহত হাজিদের ছবি ধাপে ধাপে প্রকাশ করছে।