পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায় অস্বীকার করেছে মেয়ে ঐশি রহমান। মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সাঈদ আহমেদের আদালতে আত্মপক্ষ সমর্থন করে ঐশি। এসময় ঐশি বলেন, আমি মা-বাবাকে খুন করিনি। পুলিশ নির্যাতন ও ভয় দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। তখন ক্রসফায়ারের ভয়ে জবানবন্দি দিয়েছিলাম। ঐশি বলেন, তার বাবা মা যখন খুন হন তখন তিনি বাসায় ছিলেন না। বন্ধুর বাসায় হুইস্কি খেয়ে নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। তার বাবা মাকে কে বা কারা খুন করেন তাও তিনি জানেন না। বক্তব্য শুনে ওই আবেদন নথিভুক্ত করার আদেশ দেন আদালত।