সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা মোদির নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইস্যুগুলোর মধ্যে অন্যতম। এই বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ১৩৭১ জন বাংলাদেশীকে আটক করেছে। নিরাপত্তা কমিটির বৈঠকে সীমান্তে ২০০ কিলোমিটার কাটাতারের বেঁড়ার পাশাপাশি ৪০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৪ সালের মার্চের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়ার কাজ শেষ করার কথা থাকলেও অনির্ধারিত সীমানা ও জনগণের বিক্ষোভের কারণে কাজ করা সম্ভব হয়নি। এই বৈঠকে কাজ শেষ করার সীমা বাড়িয়ে এখন ২০১৯ সাল নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বিজেপি জোট ক্ষমতায় থাকার সময়ে ২০০০ সালের মধ্যে প্রথম ধাপে ৮৫০ কিলোমিটার সীমান্তে বেড়া দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে সব মিলিয়ে ১৯৭৩.২৫ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বাকি কাজটি কিভাবে সম্পন্ন হবে সেটি নির্ধারণ করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সর্বমোট ৪০৯৬.৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। দ্য হিন্দু।