ভারত সফর করছে বাংলাদেশ ‘এ’ দল। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে সফরকারী টাইগাররা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে বুধবার। ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। তার ডেপুটি হিসেবে রয়েছেন নাসির হোসেন। এই দুই ক্রিকেটার ছাড়াও বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা।
১৭ দিনের সফরে যাওয়ার আগে গত রোববার অনুশীলন করে বাংলাদেশ ‘এ’ দল। এ ছাড়া সোমবার ভারতে পৌঁছে মঙ্গলবার অনুশীলন করেন টাইগাররা। দেশ ছাড়ার আগে ওয়ানডে ও তিন দিনের ম্যাচগুলোতে জয়ের প্রত্যাশা করে অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমরা সবাই চাচ্ছি, সব ম্যাচ জিততে। কোচও চাচ্ছেন, আমিও চাচ্ছি এবং দলের সব ক্রিকেটার চাচ্ছেন। এর আগে আমাদের জাতীয় দল চারটি সিরিজ (ওয়ানডে) জিতেছে। ওখানেও আমরা জয়ের প্রত্যাশা করছি। আমার বিশ্বাস, আমরা ওখানেও সিরিজ জিতব ও ভালো ক্রিকেট খেলব।’
বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘরের মাঠে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয় করে। পাকিস্তান ও ভারতকে হারানোর পর ক্রিকেটের অন্যতম পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকেও হারায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সব মিলিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ভারত সফররত ‘এ’ দলে জাতীয় দলের দশ ক্রিকেটার আছেন। ধারাবাহিকতা ধরে রাখা জাতীয় দলের ক্রিকেটারদের জন্যে বাড়তি কোনো চাপ ও চ্যালেঞ্জ কি না- জানতে চাইলে মুমিনুলের সোজাসাপ্টা জবাব, ‘না,তেমন কোনো চাপ কাজ করছে না। এই লেভেলের ক্রিকেটে এ ধরনের চাপ অবশ্যই থাকবে। চাপ নেওয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে ক্রিকেট না খেলাই ভালো! এটা কোনো গলির খেলা না। জাতীয় দল ও ‘এ’ দলের খেলা একই রকম। চাপ থাকবেই। আমাদের যে জয়ের অভ্যাস তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। আর এই জিনিসটা আমরাও হারাতে চাইব না।’
বাংলাদেশ দলে আছেন ওয়ানডের স্পেশালিস্ট স্পিনার আরাফাত সানী ও লংগার ভার্সনের সাকলায়েন সজীব। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে ওয়ানডেতে আরাফাত সানীর সঙ্গে হাত ঘোরাবেন নাসির। বোলিং করতে পারেন মুমিনুল ও সাব্বির রহমানও। টেস্টে সানীর বদলে আসতে পারেন সাকলায়েন সজীব। তার সঙ্গে নাসির। নাসিরকে স্পেশালিস্ট স্পিনার ধরেই ভারত সফরে করছে বাংলাদেশ এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক, নাসির হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলায়েন সজীব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।
ভারত ‘এ’ দল (তিন দিনের ম্যাচের স্কোয়াড) : শেখর ধাওয়ান (অধিনায়ক), অভিনাভ মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস ইয়ার, বাবা অপরাজিত, নোমান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শংকর, রবিন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমন্যু মিঠুন, বরুন অ্যারন, ঈশ্বর পান্ডে ও সেলডন জ্যাকসন।
ভারত ‘এ’ দল (ওয়ানডে স্কোয়াড) : উন্মুখ চাঁদ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মণিষ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, রিশি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরাত সিং মান।
বাংলাদেশ-ভারত ‘এ’ দলের সফরসূচি
১৬ সেপ্টেম্বর : ১ম ওয়ানডে, ভারত ‘এ’, বেঙ্গালুরু
১৮ সেপ্টেম্বর : ২য় ওয়ানডে, ভারত ‘এ’, বেঙ্গালুরু
২০ সেপ্টেম্বর : ৩য় ওয়ানডে, ভারত ‘এ’, বেঙ্গালুরু
২২ সেপ্টেম্বর : ৩ দিনের প্রথম ম্যাচ, কর্ণাটক, মাইসোর
২৭ সেপ্টেম্বর : ৩ দিনের দ্বিতীয় ম্যাচ, ভারত ‘এ’, বেঙ্গালুরু