কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রকাশিত খবর
অনুযায়ী, বলিউডের প্রখ্যাত পরিচালক বিঞ্চু দত্তের পরিচালনায় ‘গোয়াহ: দ্যা
উইটনেস’ নামের একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে ফারিয়ার। সবকিছু ঠিকঠাক
থাকলে অরবিন্দ ক্রিয়েশন হাউসের ব্যানারে এ ছবির শুটিং শুরু হবে নভেম্বর
মাসের শুরুর দিকে। আর এতে তিনি অভিনয় করবেন ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমির
বিপরীতে।
সম্প্রতি সাংবাদিকরা টালিউডের পর বলিউডে
অভিষেক ঘটতে যাওয়া এই অভিনেত্রীকে প্রশ্ন করেন- আপনি বলিউডে অভিনয় করছেন
খবর ছড়ানোর পরই অনেকে মজা করে বলছেন, ইমরান হাশমি তো ‘কিসারবয়’। ফারিয়া
চুম্বনের দৃশ্যে কী করবে?
এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন,
‘আমি নিজেও জানি, ইমরান হাশমি একজন ‘সিরিয়াল কিসার’। তার প্রতিটি ছবিতেই
প্রায় এ ধরনের দৃশ্য থাকে। তবে সেটা একদমই পেশাদারি। কিন্তু আমি গল্প
শুনেছি। এতে এমন কোনো দৃশ্যের কথা শুনিনি। তবে ছবিতে অনেক কিছু হয়। তাই
ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত নিজের
চরিত্র নিয়ে। চিন্তিত কীভাবে সেই চরিত্রকে ফুটিয়ে তোলা যায়, সেটা নিয়ে।
ইতোমধ্যে এ নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? এমন প্রশ্নের
জবাবে ফারিয়া বলেন, ঈদের পর ভারতে গিয়ে সাইনিং ও শুটিং ডেট ঠিক করব।
বলিউডের সব ছবিতেই প্রি-প্রোডাকশনে অনেক সময় নেয়। এই ছবির জন্যও আমাকে
অনেক সময় দিতে হবে। এই সময়টাকে নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা
করব। আশিকি ছবির জন্য যেমন আমার লুকার্স পরিবর্তন করতে হয়েছিল। আর এই
ছবিটির জন্যও আমার অনেক পরিশ্রম করতে হবে। নির্মাতা যেভাবে চাইছেন সেভাবেই
নিজেকে তৈরি করছি। শারীরিক, মানসিক প্রস্তুতি নিচ্ছি।