রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের
অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে নবিনবরণ অনুষ্ঠানে বেলুন ফাটানোকে
কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পরে ছাত্রলীগের নবিনবরণ
অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের মধ্যে নাহিদ হোসেন, রেফাত খন্দকার রোজ ও
শাওন আলীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়। তারা তিনজনই ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা
জাপ্রণ, মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী পলিটেকনিকে ভর্তি হওয়া
নতুন শিক্ষার্থীদের বরণ করতে হলরুমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরুর আধাঘন্টা পরে হলরুমে বেলুন ফাটানোকে কেন্দ্র
করে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ রহমান
গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৫ জন আহত হন। পরে
ছাত্রলীগের সভাপতি রিগেন গ্র“পের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে বের হয়ে চলে
যান। খবর পেয়ে পুলিশ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট সভাপতি মেহেদী হাসান রিগেন বলেন,
বহিরাগতরা এসে হামলা করেছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এতে
নবিনবরণ অনুষ্ঠানটিও পণ্ড হয়ে যায়। তবে সাধারণ সম্পাদক রাশেদ রহমান কোন
মন্তব্য করতে রাজি হন নি।