সিরাজগঞ্জে দুই শিশু কন্যাকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা।
এরা হলো- সলঙ্গার পাঁচিলিয়ার দক্ষিণপাড়া গ্রামে মৃত রানার স্ত্রী আমেনা বেগম (৩৫), তার মেয়ে ফাতেমা (৬) ও নুপুর (৩)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলার সলঙ্গার পাঁচিলিয়ার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম জানান, সন্ধ্যায় উপজেলার পাঁচিলিয়ার দক্ষিণপাড়া গ্রামে আমেনা বেগম প্রথমে তার দুই কন্যা শিশুকে বিষপান করান। এরপর তিনি নিজে বিষপান করেন। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিশুদের সিরাজগঞ্জ আভিসিনা হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, আমেনা বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে মারা যান তিনি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
এরা হলো- সলঙ্গার পাঁচিলিয়ার দক্ষিণপাড়া গ্রামে মৃত রানার স্ত্রী আমেনা বেগম (৩৫), তার মেয়ে ফাতেমা (৬) ও নুপুর (৩)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলার সলঙ্গার পাঁচিলিয়ার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম জানান, সন্ধ্যায় উপজেলার পাঁচিলিয়ার দক্ষিণপাড়া গ্রামে আমেনা বেগম প্রথমে তার দুই কন্যা শিশুকে বিষপান করান। এরপর তিনি নিজে বিষপান করেন। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিশুদের সিরাজগঞ্জ আভিসিনা হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, আমেনা বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে মারা যান তিনি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।