বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

চার দিনে লাখ পেরিয়েছেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

গত বৃহস্পতিবার রাতে নায়িকা নুসরাত ফারিয়ার দেখা পান দর্শকেরা। তা-ও একঝলক। সেদিন ইউটিউবে ছাড়া হয় ফারিয়ার প্রথম ছবি আশিকির প্রথম গান। সেই একঝলকেই যেন ফারিয়া মাত করে দিলেন। গানটি প্রকাশের চার দিনের মধ্যে তাতে পড়েছে প্রায় দেড় লাখ হিট। সেই সঙ্গে প্রশংসার বন্যায় ভাসছেন একসময়ের আলোচিত এই মডেল ও উপস্থাপিকা।
এ বছরের এপ্রিলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় ফারিয়ার। এরপর থেকেই নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে একেবারেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। গ্রুমিং, নাচের প্রশিক্ষণ, অভিনয়ের প্রশিক্ষণ—সব মিলিয়ে ছবির জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। তবে ছবির একঝলক প্রকাশের পর ফারিয়া জানালেন, পরিশ্রমের ফল তিনি পেতে শুরু করেছেন। ফারিয়া কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘আমি এতটা প্রত্যাশা করিনি। প্রথম দিন থেকেই সবার এত ভালোবাসায় আমি অভিভূত।’
ইউটিউবে দুটি আলাদা চ্যানেলে আপলোড করা হয়েছে আশিকি ছবির গান ‘তোর আশিকি’। দুটি মিলিয়েই তাতে হিটের সংখ্যা গতকাল সোমবার পর্যন্ত দেড় লাখ ছাড়িয়েছিল। এই ছবির নাম শুরুতে রাখা হয়েছিল প্রেমী ও প্রেমী। কলকাতার নির্মাতা অশোক পতির পরিচালনায় এই ছবিতে তাঁর সহশিল্পী টালিউডের অঙ্কুশ। আগামী ঈদুল আজহায় আশিকি মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারিয়া। তিনি বলেন, ‘এখন আমি ডাবিংয়ের কাজ শুরু করছি। এর ফাঁকে ফটোশুটের কাজও করব।’