বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

এক স্ত্রী নিয়ে দুই স্বামীর লড়াই

রংপুর: রংপুরের বদরগঞ্জে এক স্ত্রীকে নিয়ে রীতিমতো লড়াইয়ে নেমেছেন দুই স্বামী। এক স্বামীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পাইকাড়পাড়ায় এ ঘটনা ঘটে। আলোচিত ওই স্ত্রীকে রাখা হয়েছে সেফ হোমে।
জানা গেছে, গত ২০১২ সালে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজরামপুর এলাকার কালজানিপাড়ার বিনয় চন্দ্র সরকারের মেয়ে বিবি রাণীর সঙ্গে বিষ্ণুপুর ইউনিয়নের হাজীপুর পাইকাড়পাড়া গ্রামের বীরেন্দ্রনাথ সরকারের ছেলে সনজিৎ সরকারের বিয়ে হয়।
বিয়ের পর সনজিৎ স্ত্রীকে নিয়ে ঢাকার বনানী এলাকায় ভাড়া বাসায় ওঠেন। ওই বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন বরিশালের মুলাদী উপজেলার চরকালিয়া গ্রামের আজহার হওলাদারের ছেলে রুবেল মাহমুদ(২৫)।
রুবেল ও সনজিৎ ঢাকার একটি কসমেটিক্সের দোকানে সেলসম্যানের কাজ করতেন। এ কারণে রুবেলের সঙ্গে সনজিৎ দম্পতির সখ্যতা গড়ে ওঠে। এই সুযোগে বিবি রাণীর সঙ্গে রুবেলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরপর গত ১ এপ্রিল বিবি রাণী স্বামী সনজিৎকে ডিভোর্স দেন এবং হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিবি রাণী থেকে তার নাম হয় সাইফা ইসলাম। এরপর তিনি মুসলিম আইন অনুযায়ী প্রেমিক রুবেলকে বিয়ে করেন।
তবে বিবি রাণীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। তার বাবা বিনয় চন্দ্র সরকার কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন এবং সালিশ বৈঠক করে মেয়েকে আবারো সনজিতের হাতে তুলে দেন।
এ খবর শুনে সোমবার সনজিতের বাড়িতে ঢাকা থেকে ছুটে আসেন রুবেল। তার হাত ধরে মেয়েটি আসতে চাইলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল, সাইফা ইসলাম ওরফে বিবি রাণী ও সনজিৎকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে সনজিৎকে ছেড়ে দেয়া হলেও রুবেলকে আটক করা হয়।
এছাড়া বিবি রাণী বাবার হেফাজতে যেতে রাজি না হওয়ায় তাকে সেফ হোমে পাঠানো হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি অনেক জটিল ও স্পর্শকাতর। রুবেলকে নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে আশঙ্কায় ১৫১ ধারায় গ্রেপ্তার করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।