মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া কুমারভোগ পদ্মা সেতু এলাকার চায়না মেজর
ব্রীজের ১ নং ওয়ার্কশপ প্রজেক্টের ডক ইয়ার্ডের কয়েকটি সেড, ব্রীজ ও সেতু
কাজে ব্যবহৃত মালামালসহ প্রায় চার হাজার বর্গফুট এলাকা নদী গর্ভে বিলীন হয়ে
গেছে। গত কয়েক মাস আগেও সেতু প্রকল্প এলাকায় বেশকিছু জায়গা মালামালসহ নদী
গর্ভে বিলীন হয়ে যায়। রোববার রাত ৮ টা থেকে ভাঙন শুরু হয়ে ২ ঘন্টায় এত
জায়গা নদী গর্ভে বিলীন হয়ে যায়। সোমবার সকালে নদী শাসন ও পদ্মা সেতুর
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন এলাকা পরিদর্শন করেন। এরপর হাজার হাজার জিও বেগে
বালু ভর্তি করে ভাঙন রোধে ফেলা হচ্ছে। সোমবার বিকাল ৫ টায় কুমারভোগের পদ্মা
সেতু প্রকল্পের ভাঙন এলাকা পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর
ওবায়দুল কাদের বলেন, আরোও ভাঙতে পারে। তবে ভাঙন জায়গা আটকানো হয়েছে। এতে
পদ্মা সেতুর কাজে কোন সমস্যা হবে না। সেতুর কাজ চলবে, ফেরিও চালু রাখতে
হবে।