গত সপ্তাহে রিহানা বাতাসে সুবাস ছড়িয়ে হাজির হয়েছিলেন নিউইয়র্কের
এক খাবার রেস্টুরেন্টে। তার প্রেমিকের সঙ্গে দেখা করবেন বলে। কিন্তু তার
অন্তর্বাসহীন টপস নজর এড়ায়নি ফটোগ্রাফারদের। আর তাইতো তিনি আবার শিরোনাম
হলেন পত্রিকার।
২৭ বছরের এই পপ গায়িকা একটি যৌন আবেদনময় টপস পরেছিলেন। যার পিঠের দিকটি ছিল একদম খালি। আর পাশ দিয়ে তার বুকের অনেকাংশই ছিল খোলা।
সমালোচকরা বলছিলেন, তিনি পোশাক পরিধানের দিক দিয়ে অনেক বিপদজনক।
কালো একটি সাধারণ টাইট জিনসের সঙ্গে তিনি সেই টপসটি পরেছিলেন। এবং সাদা রঙের একটি ব্যাগ নিয়ে হাঁটছিলেন। তার হাঁটার মাঝে প্রায় তার বুকের অংশ বিপদজনকভাবে বের হয়ে আসছিলো।
তাকে দেখে চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠে। তাকে দেখতে মনে হচ্ছিলো, তিনি শহুরে সে রাতটি খুব এনজয় করছিলেন।