রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

‘আশিকি’ টিজারে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

কয়েকদিন আগে ইউটিউবে বাংলাদেশ-ভারত যৌথ ছবি, ‘আশিকি’র একটি ভিডিও গান প্রকাশ হয়েছিল। ভিডিও বেশ সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার প্রকাশ পেল ছবির অফিসিয়াল টিজার। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান স্কাই মোভিজের ইউটিউব অ্যাকাউন্ট থেকে টিজারটি ছাড়া হয় আজ। প্রথমদিনেই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে টিজারটি দেখতে। প্রথম দিনেই উত্তাপ ছড়িয়েছে নুসরাত ফারিয়া। টিজারের অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাকে। বাংলা সিনেমায় সচরাচর এমন দৃশ্য খুব কমই দেখা যায়। নুসরাত ফারিয়ার এমন সাহসী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ঝড় তুলেছে। তবে টিজারটি দেখে বোঝা যায়, ছবিটি মিষ্টি প্রেমের।
নুসরাত ফারিয়া হাজির হচ্ছেন ভিন্ন কিছু নিয়েই। মনের ভাঁজে লুকিয়ে রাখা টুকরো অভিমান। চোখ থেকে ঝরছে বৃষ্টি অবিরাম। বৃষ্টির মাঝে বিলিয়ে দেয়া সব অভিমান। মনে আকাশে রোদ উঠে। এই বৃষ্টি এই রোদ। এমন হাজারো গল্প লুকিয়ে আছে সিনেমার গল্পে। এখন দেখার অপেক্ষা দর্শকরা গল্পটা কিভাবে নেয়।
আসছে ঈদে ছবিটি ভারত ও বাংলাদেশে যৌথভাবে মুক্তি দেয়া হবে। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘প্রেমী ও প্রেমী, পরে ছবিটির নাম পরিবর্তন করে ‘আশিকি’ রাখেন নির্মাতা। কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ ও বাংলাদেশি অভিনেত্রী ফারিয়া ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী।