সেলিব্রেটি ক্রিকেট লীগ উপলক্ষে এর আগেও
ঢাকায় সফরের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত হয়ে উঠেনি, কিন্তু ফের
ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত বলিউড অভিনেত্রী সানি লিওনের ঢাকায় সফরের গুঞ্জন
শোনা যাচ্ছে।
জানা গেছে, আসছে সেপ্টেম্বরের মাঝামাঝি
সময়ে ঢাকায় আসতে পারেন ‘লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওন। ঢাকায় আয়োজিত
একটি কনসার্টে সানি লিওনের সাথে একই মঞ্চে গান করবেন পাকিস্তান ও ভারতের
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। ঢাকার বসুন্ধরা কনভেনশনে কনসার্টটির
আয়োজন করার কথা থাকলেও কারা এই আয়োজনটির উদ্যোক্তা এই বিষয়ে কিছু জানা
যায়নি।
সম্প্রতি সানির ঢাকা সফর নিয়ে পশ্চিম
বাংলার জনপ্রিয় দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত খবরে বলা হয়, ‘সেপ্টেম্বরের
মাঝামাঝি সময়ে সানি লিওনের ওই হাই প্রোফাইল অনুষ্ঠান হতে পারে। ঢাকার
বসুন্ধরা কনভেনশন হলে আয়োজন করা শো-এর টিকিটের সর্বনিম্ন দাম ধার্য করা
হয়েছে মাত্র পনেরো হাজার টাকা। তারিখ চূড়ান্ত না হলেও এই কনসার্ট কবে হবে,
তা কিছু দিনের মধ্যে জানানো হবে।’
এছাড়াও ওই দৈনিকটিতে সাম্প্রতিক বাংলাদেশে
পর পর ব্লগার খুনের ঘটনায় সানির সফর নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়। এ
সম্পর্কে দৈনিকটি বলেন, ‘পর পর ব্লগার খুনে তোলপাড় বাংলাদেশ। এরই মধ্যে
ঢাকায় কনসার্ট করতে যাচ্ছেন সানি লিওন। এখন থেকেই তাই পর্ন তারকার
নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে জোরদার ব্যবস্থা।