রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

দেশ ছাড়ছেন ব্লগাররা

একের পর এক হত্যাকা-ে দেশ ছাড়ছেন ব্লগাররা। গত কয়েক মাসে অন্তত পাঁচজন ব্লগার দেশ ছেড়েছেন। আরও অন্তত ১০ থেকে ১২ জন ব্লগার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে।
গোয়েন্দা তথ্য অনুসারে, ‘নবি মোহাম্মদের ২৩ বছর’ শিরোনামে এক বই প্রকাশিত হওয়ার পর তোপের মুখে পড়েন সৈকত চৌধুরী। প্রাণনাশের হুমকি ও তোপের মুখে গত মে মাসে দেশ ছেড়েছেন এই অনলাইন এ্যাক্টিভিস্ট। আশ্রয় নিয়েছেন ইউরোপের একটি দেশে।
অভিজিৎ ও অনন্ত বিজয় দাশ হত্যাকা-ের পর হুমকির মুখে প্রাণ বাঁচাতে ২৯ জুলাই জার্মানীতে চলে যান হুমায়ুন আজাদপুত্র অনন্য আজাদ। সৈকত চৌধুরী ও অনন্য আজাদের পথ ধরে গত তিন মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন আরও তিনজন ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট। অন্যদের মধ্যে অনলাইন এ্যাক্টিভিস্ট সুব্রত শুভ ও ক্যামেলিয়া কামাল (ফড়িং ক্যামেলিয়া) সুইডেনে এবং রতন (সন্ন্যাসী) নরওয়েতে আশ্রয় নিয়েছেন।
গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি সময়ে ব্লগার হত্যার ঘটনাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকজন দেশ ছাড়ারও প্রস্তুতি নিয়েছেন। অন্তত ১০ থেকে ১২ জন এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছেন। তারা দেশের ভেতরে অবস্থান নিরাপদ মনে করছেন না।
বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন একজন ব্লগার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নাস্তিকতার দোহাই দিয়ে প্রকাশ্য দিবালোকে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে। রাস্তায় কুপিয়ে হত্যা করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে জিডি করেও কোনো সমাধান পাওয়া যায় না। বাইরে বের হলেই ফলো করা হচ্ছে, ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অফিসে যাওয়ার জন্যও নিশ্চিন্তে বের হতে পারছি না। দেশে থেকেও কার্যত বন্দী জীবন কাটাচ্ছি। তাই বাধ্য হয়েই বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
গত ৭ আগস্ট শুক্রবার দুপুরে রাজধানীর গোড়ানের বাসায় খুন হন ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায়। নিলয় নীল নামে বিভিন্ন ব্লগ ও