টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উদ্বোধনী জুটির নাম তামিম
ইকবাল ও ইমরুল কায়েস। টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান
এসেছে এই দুজনের ব্যাট থেকেই। তবে আরো গুরুত্বপূর্ণ তথ্য, গত সাড়ে তিন বছরে
ওপেনিং জুটির গড় হিসেবে বিশ্বের সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের ওপেনাররা।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১২ সালের পর থেকে টেস্টে দলের হয়ে কমপক্ষে দশ ইনিংস খেলা উদ্বোধনী জুটিতে গড় রানের দিক দিয়ে সেরাদের তালিকায় শীর্ষে রয়েছেন তামিম-ইমরুল। উদ্বোধনী জুটিতে ক্রিস রজার্স-ডেভিড ওয়ার্নার, আলভিরো পিটারসেন-গ্রায়েম স্মিথ, শিখর ধাওয়ান-মুরালি বিজয়, নিক কম্পটন-অ্যালিস্টার কুকদের মতো বিশ্বখ্যাত ওপেনারদেরও পেছনে ফেলেছেন বাংলাদেশের দুই ওপেনার।
গত সাড়ে তিন বছরে টেস্টে তামিম-ইমরুল ওপেনিং জুটিতে মোট রান এসেছে ৭৮৪, গড় ৮৭.১১। তামিম-ইমরুলের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন দুই ইংলিশ ওপেনার কম্পটন ও কুক। ১৭ ইনিংসে জুটি বেঁধে ৯২৭ রান তুলেছেন দুজন, গড় ৫৭.৯৩। ৪১ ইনিংসে রজার্স-ওয়ার্নার জুটির থেকে এসেছে ২০৫৩ রান, গড় ৫১.৩২।
আরেক দিক থেকেও সবার ওপরে তামিম-ইমরুল। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন দুজন। ওপেনিং জুটিতে গত সাড়ে তিন বছরে ৩০০ রান করতে পারেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ শিখর ধাওয়ান ও মুরলি বিজয়ের। ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ সংগ্রহ ২৮৯ রান।
অবশ্য গত সাড়ে তিন বছরে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ান জুটি রজার্স-ওয়ার্নার। দুই অসি ওপেনার এই সময়ে ১৪১ ইনিংসে মোট ২০৫৩ রান সংগ্রহ করেছেন। নয়টি শতরানের জুটিও গড়েছেন দুজন। এ তালিকায় তামিম-ইমরুল জুটির অবস্থান সাতে। দুজন মিলে ১০ ইনিংসে সংগ্রহ করেছেন ৭৮৪ রান। শতরানের জুটি রয়েছে দুটি।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১২ সালের পর থেকে টেস্টে দলের হয়ে কমপক্ষে দশ ইনিংস খেলা উদ্বোধনী জুটিতে গড় রানের দিক দিয়ে সেরাদের তালিকায় শীর্ষে রয়েছেন তামিম-ইমরুল। উদ্বোধনী জুটিতে ক্রিস রজার্স-ডেভিড ওয়ার্নার, আলভিরো পিটারসেন-গ্রায়েম স্মিথ, শিখর ধাওয়ান-মুরালি বিজয়, নিক কম্পটন-অ্যালিস্টার কুকদের মতো বিশ্বখ্যাত ওপেনারদেরও পেছনে ফেলেছেন বাংলাদেশের দুই ওপেনার।
গত সাড়ে তিন বছরে টেস্টে তামিম-ইমরুল ওপেনিং জুটিতে মোট রান এসেছে ৭৮৪, গড় ৮৭.১১। তামিম-ইমরুলের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন দুই ইংলিশ ওপেনার কম্পটন ও কুক। ১৭ ইনিংসে জুটি বেঁধে ৯২৭ রান তুলেছেন দুজন, গড় ৫৭.৯৩। ৪১ ইনিংসে রজার্স-ওয়ার্নার জুটির থেকে এসেছে ২০৫৩ রান, গড় ৫১.৩২।
আরেক দিক থেকেও সবার ওপরে তামিম-ইমরুল। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন দুজন। ওপেনিং জুটিতে গত সাড়ে তিন বছরে ৩০০ রান করতে পারেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ শিখর ধাওয়ান ও মুরলি বিজয়ের। ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ সংগ্রহ ২৮৯ রান।
অবশ্য গত সাড়ে তিন বছরে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ান জুটি রজার্স-ওয়ার্নার। দুই অসি ওপেনার এই সময়ে ১৪১ ইনিংসে মোট ২০৫৩ রান সংগ্রহ করেছেন। নয়টি শতরানের জুটিও গড়েছেন দুজন। এ তালিকায় তামিম-ইমরুল জুটির অবস্থান সাতে। দুজন মিলে ১০ ইনিংসে সংগ্রহ করেছেন ৭৮৪ রান। শতরানের জুটি রয়েছে দুটি।