শনিবার, ২২ আগস্ট, ২০১৫

গাজীপুরে শোক দিবসের কাঙ্গালি ভোজ বন্টন নিয়ে আ’ লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি মো. রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা চলছিল ওই কলেজ মাঠে।
কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। একপর্যায়ে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম বক্তব্য দিয়ে মঞ্চত্যাগ করেন।
বক্তব্য দিয়ে তিনি মঞ্চের কাছে একটি চা স্টলে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক শামসুল হুদা নাঈম জানান, নিহতের পেটে তিনটি, বুকে একটি ছুরিকাঘাতের জখম এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।