
রগুনার বামনায় মাদ্রাসা ছাত্রীকে(১৫) অপহরন করে ছয় দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযুক্ত বখাটেদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল সোমবার বামনা সদর আর-রশীদ ফাজীল মাদ্রাসার সম্মূখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। উপজেলার মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্যোগে বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি মাদ্রাসার প্রায় দুই সহ¯্রাধীক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউনুস আলী, বামনা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহŸায়ক প্রভাষক মো. শামসুল আলম, কমিউনিস্ট পার্টি বামনা উপজেলা কমিটির সম্পাদক শ্রী রমেশ চন্দ্র হাওলাদার, বামনা প্রেস ক্লাব সভাপতি মো.ওবায়দুল কবির আকন্দ দুলাল প্রমূখ। এসময় অপহরণ ও ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা বামনা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবর স্মারক লিপি দেন। ওই ঘটনায় ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ২৮ আগস্ট শুক্রবার রাতে ছয় ধর্ষকের বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করেছে। মেয়েটি উপজেলার ল²ীপুরা দাখিল মাদ্রাসায় দশম শ্রেনীতে লেখাপড়া করছে। উল্লেখ্য বামনা উপজেলার ল²ীপুরা দাখিল মাদ্রাসার দশম(দাখিল) শ্রেনীর ওই ছাত্রী গত ২২ আগস্ট শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার ল²ীপুরা গ্রামের মো. সেরাজ ফরাজীর বখাটে ছেলে মো. ইউনুস ফরাজী(৩৮), পশ্চিম সফিপুর গ্রামের আব্দুল খালেকের বখাটে ছেলে মো. বায়জীদ হোসেন শুভ(২৫), লক্ষীপুরা গ্রামের ইউসুফ আলী আকনের ছেলে মো. সাকিল আহম্মেদ মুন্না(২০) সহ অজ্ঞাত নাম আরো ৫/৬ জন বখাটে মেয়েটির পথ রোধ করে। এসময় বখাটেরা মিলে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। পরে বখাটেরা বিভিন্ন স্থানে ছয়দিন ধরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ২৮ আগস্ট শুক্রবার ওই মাদ্রাসা ছাত্রীকে টঙ্গী থেকে উদ্ধারের পর রাতে বামনা থানায় মেয়েটিকে সাথে নিয়ে তার বাবা অভিযুক্ত ছয় বখাটের বিরুদ্ধে বামনা থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে বামনা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) গাজী ফজলুল হক জানান,অভিযুক্ত এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীরা ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।