সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

নীল-সুন্দরী মিয়া খলিফার পর্দার আড়ালে কে?

মিয়া খলিফা! নীল পর্দা কাঁপানো একটা নাম৷ রাতের অন্ধাকারে অন্য রসায়ন বইয়ে দেয় বিছানা! উঠতি এই নীল-তারকাকে নিয়ে রহস্যের অন্ত নেই পুরুষ মনে৷ এমনকি বিশ্বের কুটনৈতিক মহলেও এই নীল তারকা বেশ চর্চিত৷প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, নীল-দুনিয়া কাঁপানো এই নীল-সুন্দরী প্রকৃত অর্থে কাদের প্রতিনিধি?
খলিফা আরবি শব্দ৷ যার বাংলা অর্থ প্রতিনিধি কিন্তু, এই লেবাননী  নীল-সুন্দরীর পোশাক নিয়েই রয়েছে কোটি কোটি সমালোচনা মুখ-মাথা ঢাকা হিজাব পরা মেয়েটি কি আসলে কারও প্রতিনিধি? পুরুষতান্ত্রিক মধ্যপ্রাচ্যে নানা রক্ষণশীল প্রথাকে দুপায়ের তলায় মাড়িয়ে আজ বিশ্বের বুকে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি এসবের পিছনে আছে তার জীবনের কিছু কষ্ট, না পাওয়ার বেদনা?
১৯৯৩ সালে লেবাননের বেইরুটে জন্ম৷ মাত্র ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু৷ সেই ২০০০ সালে স্কুল পেরিয়ে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট এল পাসো থেকে ইতিহাস বিষয়ে বিএ ডিগ্রি অর্জন৷ ২০১৪ সালে স্থানীয় ফাস্ট ফুড রেঁস্তোরায় কাজ শুরু৷ তারপর কোনভাবে জড়িয়ে পড়েন নীল-দুনিয়ায়৷ গত বছরের ডিসেম্বর ২৮ তারিখে তাকে পর্ণহাব তাদের ওয়েবসাইটের বিশ্বের নম্বরের পর্ণোতারকা খ্যাতি দেয়!
মধ্যপ্রাচ্যে নানা রক্ষণশীল প্রথায় জর্জরিত মহিলা সমাজের কাছে এই ঘটনা অবাক করার মতই অন্তত, যে দেশে আইএসআইএসের মতো জঙ্গি গোষ্ঠীর নেতারা মহিলাদের বাজার বসাতেও পিছু পা হন নাদস্যি মেয়েএখানেই থেমে থাকেননি সম্প্রতি মিঁয়া ইনস্টাগ্রাম টুইটারে নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে মিঁয়ার হাতে আরবি ভাষায় লেখা লেবাননের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন
স্বাভাবিকভাবেই মিঁয়ার উত্থানে হইচই পড়েছে মধ্যপ্রাচ্যে মৌলবাদী সংগঠনগুলিও বসে নেই সমালোচনা করতে৷ মিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকেন কিছুদিন আগে নিন্দার জবাবও দিয়েছেন নিজের টুইটারে৷ মিঁয়া লিখেছেন, ‘আমাকে ছাড়া কি মধ্যপ্রাচ্যে আর কোনও গুরুতর সমস্যা নেই? দেশের একটা প্রেসিডেন্ট খুঁজে পাওয়া গেল? আইএসআইএস জঙ্গিদের বিষয়ে কী ভাবছে মধ্যপ্রাচ্য?’ ২১ বছরের মিয়া খলিফার এই সব মন্তব্য শুনে অনেকেই থমকে গিয়েছে
ব্যাপারটা মোটেও অস্বাভাবিক নয়৷ একজন আরব দেশের পর্ন স্টার হয়ে ইসলামকে অপমান করবেন তাও পর্ন ভিডিওতে? এর মানে হচ্ছে আপনি আজরাইলকে মিস্কল দিচ্ছেন সে যাই হোক, পরবর্তীতে ওয়াশিংটন পোষ্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নীল-সুন্দরী বলেছেনব্যাপারটাকে স্যাটায়ার হিসেবে নিয়েছেন তিনি৷ ব্যাপারটা এভাবেই দেখা উচিত!
খলিফা বলেছেন, এককালে লেবানীজ জাতি নিজেদের মধ্যপ্রাচ্যের সর্বাধুনিক বলে গর্ব করত৷ তারা পাশ্চাত্য রীতিনীতি এতটাই অনুকরণ করত যে, নিজেদের নিয়ে গর্বিত ছিল৷ আজ তারা আদিম রীতিতে বিশ্বাসিত হয়ে শোষিত হয়ে গিয়েছে তারা ভুলে গিয়েছে নারী অধিকার! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এসব কি শুধুই মিয়ার কথা? নাকি তিনি কারও প্রতিনিধি হয়ে বিশ্বে সামনে তুলে ধরছে এসব কথা?

রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

‘আজ ফুর্তি সারারাত বাকিসব গোল্লায় যাক’


এফডিসির চার নম্বর ফ্লোরে নতুন এক ছবির সেট ছবির নামক্লাব ডি মাহমুদুল হক রাজিবের কাহিনীতে ছবির সংলাপ, চিত্রনাট্য পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু নির্মাতা মিজানুর রহমান লাবু বলেন, রুম্পার পোশাক ডিজাইনে ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন ছবির অভিনয়শিল্পী ছবির একটি আইটেম গানের দৃশ্যায়ন চলছে সেটটি ডিজাইন করেছেন এসকে রানা

জোজোর কন্ঠে গানটি আমার লেখা। গানটির সংগীত পরিচালনা করেছেন প্রসেনজিত চক্রবর্তী। ভিন্ন আঙ্গিকে গানটি চিত্রায়ন করার চেষ্টা করেছি। আশা করি, গানটি সবশ্রেনীর দর্শকরা পছন্দ করবেন। গানটির প্রথম লাইন হলোফুর্তি ফুর্তি আজ ফুর্তি সারারাত বাকিসব কিছু যাক গোল্লাায় যাক গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব
পজিটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টস প্রযোজিত ছবিতে অভিনয় করছেন নবাগত নায়ক শিবলী নওমান, রাতাশ্রী দত্ত (কলকাতা), শিমুল খান, রহমতউল্লাহ, আলীরাজ, শায়েরী। এবং আইটেম গানে পারফর্ম করেছেন স্টানিং মিতু

'দেহ নিয়ে মন্তব্য অসম্মানজনক'

বলিউডে ক্যারিয়ার শুরুর সময়ে তাঁর ফিগার নিয়েও সমালোচনা কম হয়নি যদিও পরবর্তীকালে নির্মেদ শরীরে তাঁর ফ্যানেদের তাক লাগিয়ে দিয়েছেন পরিণীতি চোপড়া
কিন্তু বছর সাতাশের এইকিল দিলঅভিনেত্রী এখনও মনে করেন যে, দেহ নিয়ে মন্তব্য সবসময়েই অসম্মানজনক, তা প্রশংসা বা নিন্দা সব ক্ষেত্রেই
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, কারও দেহ নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত। শারীরিক গঠন একদমই ব্যক্তিগত বিষয়। তা সুন্দর হলেও আলাদা করে বলার কিছু নেই আর অন্য রকম হলেও সমালোচনা করার অধিকার নেই কারও
পরিণীতি আরও বলেন, নিজের দেহ নিয়ে নিজের খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি এই ট্রেন্ড অতীত হয়ে যাবে বলেও মন্তব্য করেনইশাকজাদে’- নায়িকা

ম্যাচ সেরা সাব্বির রহমান

খুলানায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়ে - তে সিরিজে লিড নিল বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে উইকেটে ১৬৭ রান করে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে উইকেটে ১২৫ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস
ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান। উইকেটে ৭৫ রান থেকে যখন উইকেটে ৭৬ রানে পরিণত হয় বাংলাদেশ তখন সাব্বির রহমান ক্রিজে আসেন। দারুণ ব্যাটিং করে চাপে থাকা বাংলাদেশের ইনিংসের রানের চাকা সচল রাখেন সাব্বির। ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সাব্বির। বল হাতেও দারুণ করেন সাব্বির। ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন মাশরাফি
এরপর গত ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ মাসাকাদজাকে সাজঘরে ফেরান সাব্বির। নিজের দ্বিতীয় ওভারে মুতুম্বামির উইকেটটিও তুলে নেন সাব্বির। মুস্তাফিজের করা শেষ ওভারে মুস্তাফিজ পাঁচ বল করে আঘাত পেয়ে মাঠ ছাড়লে শেষ বলেও ১টি উইকেট তুলে নেন সাব্বির। ব্যাট হাতে ৩০ বলে ৪৩ রান বল হাতে ১১ রানে উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান