বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

ছন্দময়-জিমন্যাস্টিকস

বল হাতে নিয়ে এক পায়ে দাঁড়িয়ে রাশিয়ার প্রতিযোগী ইয়ানা কুদরাভসেভা। ছবি: এএফপি

আইএস ধাঁচে অভিযান, কুনদুজ তালেবানের দখলে

 
তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রাদেশিক শহর কুনদুজ দখল করার পর তা পুনর্দখলের জন্য অবস্থান নিচ্ছে আফগান সেনারা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস‍) হামলার অনুকরণে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রাদেশিক শহর কুনদুজ গত সোমবার দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। এটা সে দেশের নিরাপত্তা বাহিনির ওপর একটি বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে।
এটি ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তালেবানের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। তালেবানের ছোট একটি বাহিনির কাছে কোটি কোটি ডলার ব্যয়ে প্রশিক্ষিত ও আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত আফগান সেনাদের এই কুপোকাত হওয়ার ঘটনায় অনেকে বিস্মিত।
মার্কিন বিমানবাহিনীর সহায়তা থাকার পরও দেশটির সেনাবাহিনীর কাছ থেকে কৌশলগত ভাবে কুনদুজ দখল করে নেয় তালেবান জঙ্গিরা। তবে কুনদুজ পুনর্দখলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে পাল্টা হামলা শুরু করেছে আফগান সেনারা। গত বছর আইএস যে কায়দায় ইরাকের মসুল শহরটি দখল করে নিয়েছিল ঠিক একই কায়দায় কুনদুজ দখল করে তালেবান জঙ্গিরা।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে পশ্চিমা-মদদপুষ্ট নিরাপত্তা বাহিনীকে কোটি কোটি ডলার খরচ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁদের জন্য ভারী অস্ত্র কেনা হয়েছে। এরপরও তাঁদের কৌশলে পরাজিত করে কুনদুজ দখল নেয় তালেবান জঙ্গিরা। এত কিছুর পরও এই পরাজয়ের জন্য দেশটির সরকারের নেতৃত্বকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
নিউইয়র্ক-ভিত্তিক গোয়েন্দা সংস্থা স্পেশাল প্রজেক্ট ফর দ্য সোফান গ্রুপ ইন্টেলিজেন্স কনসালটেন্সির পরিচালক প্যাট্রিক স্কিনার বলেন, ‘গত বছর মসুলের হামলা আর কুনদুজের হামলা একটা সমান্তরাল ঘটনা। এটা সত্যিই অস্বাভাবিক ব্যাপার। গত এক দশক ধরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে সেনাবাহিনীকে দক্ষ করে তোলা হয়েছে। তারপরও তারা কুনদুজ রক্ষা করতে পারেনি। গত বছর মসুলেও একই ঘটনা ঘটেছিল। মসুল ও কুনদুজে হামলার কায়দাটা একই ধাঁচের।’
আইএস গত বছরের জুনে ইরাকের মসুল দখল করার পর সেখানকার নিরাপত্তাবাহিনী তা পুনর্দখলের জন্য উঠেপড়ে লাগলেও শহরটি এখনো আইএসের দখলেই আছে। এদিকে কুনদুজ পুনর্দখলের লক্ষ্যে গতকাল থেকে আফগান সেনারা পাল্টা হামলা শুরু করলেও তা এখনো দখল নিতে পারেনি।
সেনাবাহিনী বিশেষজ্ঞ ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন বিডল বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কুনদুজ ও মসুল দখলের কায়দাটা একদম একই ধরনের। নিরাপত্তাবাহিনীতে অনেক বছর ধরে দুর্নীতি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, সেনাবাহিনীর চেইন অব কমান্ড যখন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন তাঁদের সঠিকভাবে কাজ করাটা দুরূহ হয়ে যায়।’
পাকিস্তানের সাংবাদিক ও তালেবান বিশেষজ্ঞ আহমেদ রশিদ বলেন, তালেবান বিদ্রোহীদের কুনদুজ দখলের সময় তাঁরা ছিলেন সংখ্যায় মাত্র এক হাজার সদস্য। অথচ তাঁদের বিপক্ষে পাঁচ হাজার থেকে সাত হাজার আফগান সেনা থাকা সত্ত্বেও সেনারা কুনদুজ রক্ষা করতে পারেনি। দেশটির সরকার সংগঠিত নয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশৃঙ্খলার কারণেই এমনটা ঘটেছে। একটা শহরকে রক্ষা করার মতো কোনো ক্ষমতা তাঁদের নেই। দেশটিতে রাজনৈতিক নেতৃত্ব খুবই দুর্বল।’
তবে পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক মসুল ও কুনদুজের ঘটনা দুটিকে এক বলতে নারাজ। তিনি বলেন, ‘দুটি দুই ঘটনা। ঘটনা দুটিকে সরাসরি তুলনা করা ঠিক নয়। কারণ দুই ঘটনার পরিস্থিতি ও হামলাকারী আলাদা আলাদা।’
কাবুল-ভিত্তিক সেনাবাহিনীর বিশেষজ্ঞ জায়িদ কোহিস্তানি বলেন, আইএস জঙ্গি মসুল দখল করার পর থেকেই তা ইরাকের অন্যান্য শহরগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কুনদুজ পুরো শহর এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি তালেবান। এ ছাড়া এ ঘটনার কারণে কুনদুজ প্রদেশের পার্শ্ববর্তী এলাকা এখনো হুমকির সম্মুখীনও হয়নি।’

নেপালে ভারতীয় ৪২ টিভি চ্যানেল প্রদর্শনী বন্ধ

নেপালে ভারতীয় ৪২টি স্যাটেলাইট টেলিভিশনের প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির কেবল অপারেটররা। cable_tv_664522385নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে নেপালের ওপর  অঘোষিত অবরোধ আরোপ ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর অভিযোগ তুলে এর প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে নেপালে ভারতীয় এসব চ্যানেলের প্রদর্শন বন্ধ রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে।

বিদেশি হত্যায় আইএসের ‘দায় স্বীকার’

ঢাকায় ইতালীয় নাগরিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এমনটাই জানিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে কূটনীতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর এমন খবর আসে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে। আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে জুড়ে দেওয়া হয়।
চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
এদিকে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সতর্কতা জারির পর যুক্তরাজ্য তাদের নাগরিকদের চলাফেরা সীমিত করে আনার পরামর্শ দিয়েছে।
দেশটি বলছে, তাদের কাছে তথ্য রয়েছে বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের উপর আঘাত হানতে পারে।
সোমবার হালনাগাদ করা সতর্ক বার্তায় নিজের দেশের নাগরিকদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া সীমিত করে আনারও পরামর্শ দেওয়া হয়।
জঙ্গিদের কাছ থেকে হুমকি রয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের উপর জঙ্গিদের আঘাত হানার পরিকল্পনর নির্ভরযোগ্য তথ্য রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশে তাদের সফর পেছানোর ঘোষণার একদিন পর যুক্তরাজ্য নিজের দেশের নাগরিকদের জন্য এই হালনাগাদ সতর্কবার্তা প্রকাশ করল।

মিনায় হতাহতের সংখ্যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে সৌদি আরব


হজের সময় পদদলিত হয়ে নিহতদের সংখ্যা নিয়ে তৈরি বিভ্রান্তি দূর করার জন্য ব্যাখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিভিন্ন দেশ অভিযোগ করছে যে, মিনায় পদদলিত হয়ে এক হাজারের বেশি হাজী মারা গেছেন। যদিও সৌদি আরব বলছে নিহতের সংখ্যা ৭৬৯ জন।
তবে সৌদি কর্তৃপক্ষ বলছে এই এগারোশো জনের ছবির মধ্যে মসজিদে ক্রেন ভেঙে পড়া ও হজ চলাকালে অন্যান্য কারণে মৃত্যুবরণ করা ব্যক্তিদের ছবিও রয়েছে।
তবে এ নিয়ে সৌদি আরবের উপর নানা দেশের চাপ অব্যাহত রয়েছে।
পাকিস্তানের পক্ষে ঘটনার তদারকির দায়িত্বে থাকা সংসদ সদস্য তারিক ফজল চৌধুরী বলছেন ছবিগুলো মিনায় নিহতদের ছবি বলেই তার মনে হয়েছে।
তিনি বলছেন, তাদের কাছে যে তথ্য রয়েছে তাতে মিনার ঐ ঘটনাতেই মৃতের সংখ্যা এগারোশো হবে। তিনি আরো বলছেন, সৌদি আরব অন্যান্য ঘটনায় মৃতের কথা বললেও সে সম্পর্কিত কোন তথ্য তিনি জানতে পারেন নি।
নাইজেরিয়ার একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে, ১০৭৫ জনের মৃতদেহ জেদ্দায় একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের কাছে তথ্য আছে।
পাকিস্তান, ইরান আর ইন্দোনেশিয়াও জানিয়েছে যে, সহস্রাধিক হাজী মৃত্যুর ছবি তারা দেখতে পেয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল সৌদি আরবকে ‘অযোগ্য’ এবং ‘অদক্ষ’ অভিহিত করে তাদেরকে এই ব্যাপক মৃত্যুর জন্য দায়িত্ব স্বীকার করার আহবান জানিয়েছে।
তবে সৌদি আরবের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি দাবি করেন, যেসব ছবি প্রকাশিত হয়েছে, তার মধ্যে অনেকে ক্রেন দুর্ঘটনায় মারা গেছে। এছাড়া এমন অনেক বিদেশী নাগরিকের মৃতদেহের ছবি রয়েছে যারা অনুমতি ছাড়াই হজ পালনের সময় মারা গেছেন।
হজ করার সময় গত পঁচিশ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটল।
নিহতের মধ্যে এ পর্যন্ত ২৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ।

দক্ষিণ এশিয়ার চার দেশে হঠাৎ জঙ্গি আতঙ্ক



ইরাক ও সিরিয়ার বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণকারী ইসলামিক স্টেট (আইএস) এখন সারা বিশ্বে এক আতঙ্কের নাম। আইএসের থাবায় ক্ষতবিক্ষত ওই দুটি দেশ। স্মরণকালের সবচেয়ে দুর্ধর্ষ এই জঙ্গি সংগঠনের ধাক্কায় জেরবার সৌদি আরব থেকে লিবিয়া, ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স থেকে জার্মানি।
দক্ষিণ এশিয়ায় আইএসের উপস্থিতির তেমন কোনো জোরালো প্রমাণ না পাওয়া গেলেও এখানে শক্ত ঘাঁটি রয়েছে আলকায়েদা ও তার সহযোগী তালেবানের। তবে আইএস এখন শক্ত ঘাঁটি গড়ার চেষ্টা করছে।
গত শুক্রবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে যে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২৫টিতে আইএসের উপস্থিতির প্রমাণ মিলেছে।
এ রিপোর্ট প্রকাশিত হওয়ার ৩ দিনের মাথায় বাংলাদেশ ও মালদ্বীপে আইএসের উপস্থিতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গুলশান কূটনৈতিক পাড়ায় সোমবার সন্ধ্যায় খুন হয়েছেন ইতালীয় ত্রাণকর্মী তাবেলা সিজার।
খুনের কয়েক ঘণ্টা পরই আইএস এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এদেশে আইএসের উপস্থিতির কোনো প্রমাণ এখনো মেলেনি।
কিন্তু অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশে পশ্চিমা নাগরিক ও পশ্চিমা স্বার্থে সম্ভাব্য জঙ্গি হামলার ‘নির্ভরযোগ্য তথ্য’ রয়েছে তাদের কাছে।
এদিকে মঙ্গলবার বোমা হামলার হুমকিতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেলে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
এর আগে সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বহনকারী একটি স্পিডবোটে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। এতে তিনি অক্ষত থাকলেও আহত হন তার স্ত্রীসহ দুজন।
চরম বিতর্কিত নির্বাচনে জয়ী ইয়ামিন এটাকে ‘ডাইনির কুহক’ বলে আখ্যায়িত করে বিরোধী দলের দিকে ইঙ্গিত করেছেন।
তবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, এ ঘটনার পেছনে আইএসের সংশ্লিষ্টতা উড়িয়ে দেয়া যায় না।
গত ১ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিন মুখোশধারী যুবক বলেছেন, মালদ্বীপের রক্ষণশীল নেতা শেখ ইমরানকে মুক্তি এবং নতুন সন্ত্রাস বিরোধী আইন প্রত্যাহার না করা হলে প্রেসিডেন্ট ইয়ামিন এবং ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে হত্যা করা হবে।
ওই ভিডিওতে আইএসের লোগো রয়েছে এবং এটি আইএসের ভিডিও বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ধর্মীয় চরমপন্থার উত্থান ঘটেছে। গত বছর সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে মারা গেছে দেশটির পাঁচ যুবক।
ভাইস প্রেসিডেন্ট আদিব জানান, মালদ্বীপের ২০০ যুবক সিরিয়ায় পাড়ি দিয়েছে।
এদিকে আফগানিস্তানে নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে তালেবানরা ঝিমিয়ে পড়েছে বলে মনে করা হলেও সোমবার তারা দেশটির উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখল করে নিয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটাকে তালেবানের সবচেয়ে বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

জয়া আহসান নগ্ন হলেন ইন্ডিয়ান সিনেমার জন্য ! বাংলাদেশ হারালো মর্যাদা!

শেষমেষ টাকার কাছে বিক্রি হলো দেশের মিডিয়া ব্যক্তিত্ব জয়া আহসান। ভারতীয় সিনেমায় শাড়ি ব্লাউজ খুলে নগ্ন হয়ে নাচলো জিরোডিগ্রি খ্যাত এই গরম দেহের নায়িকা। রাম গোপাল ভার্মার অশ্লীল ছবিতে অংশ নেয়ায় ইতিমধ্যেই জয়াকে নিয়ে সমালোচনার বন্য‍া বয়ে গেছে। ভিডিও ইউটিউবে প্রকাশ পাবার পর দুইদিনে প্রায় আটাশ লক্ষ মানুষ ভিডিওটি দেখে নোংরা মন্তব্য করেছেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

অবৈধ প্রস্তাবে মিডিয়া ছাড়লেন অভিনেত্রী





শোবিজের ঝলমলে ভুবনের বাসিন্দা হবার স্বপ্ন নিয়ে মিডিয়া জগতে এসেছিলেন রাইসা খান। মোহনীয় সৌন্দর্য ও আকর্ষনীয় শারীরিক গঠনের সুবাদে মিডিয়াতে দিনেদিনে তার চাহিদা বৃদ্ধি পাচ্ছিল ঠিক তখনই সম্মুখিন হতে হল এক ভয়াবহ পরিস্থিতির। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনয় শিল্পী অনেক দিন ধরে মিডিয়াতে কাজ করছেন না। এমনকি নিজের হাতে সময় থাকার পরও মিডিয়াতে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
কি এমন ঘটনা ঘটলো যে তিনি একেবারে মুখ ফিরিয়ে নিলেন মিডিয়া থেকে। রাইসা খান জানিয়েছে, তিনি মিডিয়াতে পরিচ্ছন্নভাবে কাজ করতে চেয়েছিল। তবে কয়েকজন জন মানুষের কারণে তা করতে পারিনি।
তার অভিযোগ রয়েছে বেশ কয়েকজন অভিনেতা ও পরিচালকের উপরও। মিডিয়াতে কাজ করার কোনো আগ্রহ এখন আর নেই উল্লেখ করে রাইসা খান জানান, কাজ করতে আমার কোন আপত্তি ছিল না, কিন্তু পরিচালক, প্রযোজক এবং কয়েকজন প্রভাবশালী লোকের নোংরামির কারণে আর পারলাম না। যাদের বিরুদ্ধে তার অভিযোগ তাদের নাম জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন তিনি। তাদের ভুল ভেঙে দিতেই আমার এ সিদ্ধান্ত।
কারণ মিডিয়া জগৎটা এমন কেন প্রশ্ন রাইসা খানের। তিনি বলেন মানুষ তার স্বপ্নকে সত্যি করতে বাস্তবতায় রূপ দিতে এখানে আসে। আর এখানের মানুষগুলো তার সরলতার সুযোগ নেয়। তাই আমি আমার জীবনের এই কঠিন সময়ে যে সিন্ধান্ত নিয়েছি। আমার কাছে তাই সঠিক মনে হচ্ছে। আপনার সবাই আমাকে দোয়া করবেন। আমি যাতে ভাল হয়ে থাকতে পারি। মিডিয়া জগৎটা মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্নটা পূরণ করতে নিজের সর্ব মূল্যবান সম্মান হারাতে হয় তা আমার জানা ছিল না। আর আমি তা হারাতে পারবো না বলেই তা ত্যাগ করেছি। আর মিডিয়া ভুবনের সবাইকে বলতে চাই যে নিজের সর্বত্ত হারিয়ে বড় হবার মাঝে কোন আনন্দ নাই।
আমি আল্লাহর কাছে তওবা করে ভালো মানুষ হওয়ার আকাঙ্খায় দিন কাটাচ্ছি। বাকি সময়টুকু পরিবারের সঙ্গে কাটাতে চাই। তা ছাড়া পড়াশোনা করছি তাতেই ব্যস্ত থাকতে চাই । ভবিষ্যতে যেন এ সিদ্ধান্ত বহাল রাখতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই।

এবার আরো বেশি খোলামেলায় জ্যাকলিন মিথিলা



বাংলাদেশী নবাগতা নারী মডেল জ্যাকলিন মিথিলা নিজকে সানি লিওন দাবি করে ফেসবুকে নগ্ন ছবি পোস্ট করে নিজেকে আলোচনায় আনতে চাইছেন !
উঠতি নারী মডেল জ্যাকলিন মিথিলা নিজেকে আলোচনায় আনতে যে ধরনের পর্ণ ছবি ফেসবুকে পোস্ট করেছেন তা এক কথায় দুর্ধর্ষ ও আগামী নতুন প্রজন্মের জন্য অশনি সংকেত মাত্র !
একের পর এক নতুন ছবি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন জ্যাকলিন মিথিলা। আর সেই সুবাদেই হঠাৎ করেই সবার নজর কেরেছেন এই মডেল কন্যা। কিছুদিন আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে, কেউ যদি তাঁর ছবি দেখতে চায়, সে জেনো তাঁর সাথে অথবা তাঁর পেজ এর সাথে সংযুক্ত থাকে।
জ্যাকলিন মিথিলা জানান সম্প্রতি তিনি একটি স্পেশাল ফটোশুট করেছেন, যা একেক করে তিনি তাঁর ফেসবুক প্রোফাইল আর পেজে আপলোড দিবেন। তিনি মনে করেন বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র আন্তর্জাতিক মানের মডেল।
এই দিকে জেকলিন মিথিলার সাথে কথা বলে জানা যায়, তিনি ভবিষ্যতে এমন কিছু কাজ করতে চান যা আজ পর্যন্ত কেউ করেনি।
এবার আরো বেশি খোলামেলায় জ্যাকলিন মিথিলা।তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আজ এ স্থিরচিত্র পোস্ট করেন সে। এ ছবিতে দেখা যায় জ্যাকলিন মিথিলার বুকের উপরে তেমন কিছু নেই।

নবম শ্রেণীতেই শিক্ষকের সঙ্গে সারারাত যা করেছিলেন মাহিয়া মাহি!



বেসরকারি রেডিও স্টেশন রেডিও আমার’-এর আমার ভালোবাসাঅনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটিতে টানা ২ ঘন্টার বেশি সময় ধরে আড্ডা দেন মাহি।
অনুষ্ঠানের শুরুতেই মাহি বললেন, “অনেক প্রেম আমার জীবনে আসলেও আমি আজ আমার প্রথম প্রেমের কথা বলতে চাই। যেটা আজও ভুলিনি। তখন আমি উত্তরা হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী। আমি কোচিং সেন্টারের এক শিক্ষকের প্রেমে পড়ি। তাকে সামনে দেখলেই আমার অন্যরকম এক অনুভুতি কাজ করতো। এক ভালোবাসা দিবসের দিনে সকলকে নিয়ে ক্লাসরুমে আড্ডা দিচ্ছিলেন তিনি।
মাহি বলেন, “তখন সবার কাছে স্যার ভালোবাসার কথা জানতে চাইলেন। আমি সোজা বলে দিলাম, আমি আপনাকে ভালোবাসি। এরপর তো বাসায় গিয়ে দারুণ ভয় মনে কাজ করতে থাকলো। কারণ তিনি আমার আম্মুর মোবাইলে ফোন দিয়েছিলেন। আর আমার আম্মু অনেক শাসনে রাখতেন আমাকে।
পরে স্যার আমাকে ফোনে বললেন রাতে কথা হবে। সারারাত কথা হলো আমাদের। ভোরে তিনি বললেন, মাহি আই লাভ ইউ। এই রাতের কথা না শুধু তিন বছরের মতো সময় কেটেছিল আমাদের। এরপর সম্পর্কটা নানা কারণে টিকে না থাকলেও মনে আছে সেইসব স্মৃতি।