মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

মুজিব-পরোয়ারসহ ১৩ নেতা আটক : বোমা উদ্ধারের দাবি



জামায়াতে ইসলামীর সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৩ জন নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০টি বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার দুপুরে রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক জামায়াতের সাবেক দুই এমপি হলেন- দলটির ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
আটকদের মধ্যে ওই বাড়িটি মালিক ও স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক হারুন-অর রশীদও রয়েছেন। তবে বাকিদের নাম এখনো জানা যায়নি।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘গোপন খবরে বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ২০টি বোমা উদ্ধার করা হয়।’
আটকদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।