সাবেক পর্নস্টার বলিউড অভিনেত্রী সানি
লিওনের কারণেই ভারতে দিন দিন ধর্ষণ বাড়ছে বলে মন্তব্য করেছেন সিপিআইয়ের
প্রবীণ নেতা অতুল কুমার আনজান। তার দাবি, সানি লিওনের কন্ডমের বিজ্ঞাপন
দেশে আরো বেশি ধর্ষণের কারণ হয়ে উঠছে।
আনজান এও বলেছেন, ‘টিভি খুললেই সানি লিওন
নামের ওই অভিনেত্রী পর্দায় ভেসে ওঠেন। সিনেমায় নগ্ন হয়ে যান তিনি। আর এই
সিনেমাগুলোকেই পর্ন সিনেমা বলে। বিদেশ থেকে এদেশে এনে তাকে এখানকার সিনেমায়
অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন মহেশ। এখন তো তিনি নায়িকা। একবার আমি ওনার
সিনেমা দেখেছিলাম। সেটা এমনই নোংরা ছিল যে আমি বমি করে ফেলেছিলাম।’
সানি লিওনের বিজ্ঞাপন যৌনতা বাড়াচ্ছে আর যুব সমাজকে নষ্ট করছে বলেও তিনি এক জনসভায় মন্তব্য করেন।
আনজান আরো বলেন, ‘ওই বিজ্ঞাপনে সানির
নোংরামি দেখানো হয়েছে। দিনরাত এই নোংরা বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এটা যৌনতা
বাড়াচ্ছে এবং সূক্ষ্ম অনুভূতি নষ্ট করছে। এ ধরনের বিজ্ঞাপন টেলিভিশনে
অনবরত দেখানো হলে ধর্ষণ বাড়বে। এসব বন্ধ হওয়া দরকার।’