
ছবিটি সবার কাছে নতুন হলেও এটি ২০ বছরের
পুরনো। এর আগে ছবিটি সেভাবে প্রকাশ পায়নি। ১৯৯৫ সালে অ্যাঞ্জেলিনা জোলির
বয়স যখন ২০, তখন ছবিটি তোলা হয়েছিলো। সাদাকালো এ ছবিতে কোন পোশাক ছাড়াই
পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন জোলি। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার
কেট গার্নার। এরই মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা ও আলোচনা শুরু হয়ে
গেছে। খুব শিগগিরই এটি ঠাঁই পাচ্ছে লন্ডন গ্যালারিতে। এখানে ১৮০০ ডলারে
বিক্রি করা হবে জোলির এ ছবিটি। জোলির এ ছবিটি নিয়ে এরই মধ্যে বিশ্ব শোবিজ
মিডিয়া সরগরম হয়ে উঠেছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন জোলি নিজেও। তিনি
বলেন, আমি ছবিটি দেখে অবাক হয়েছি। কারণ এ ছবিটি আমার কাছে ছিল না। এত বছর
পর সেই আগের নিজেকে দেখে অবাক লেগেছে। অন্যরকম ভাল লাগা কাজ করেছে। এ জন্য
কেট গার্নারকে অনেক ধন্যবাদ। তিনি ছবিটি তুলেছিলেন এবং তা যতœ করে নিজের
কাছে রেখেছিলেন। সব মিলিয়ে ছবিটি দেখে আমি ২০ বছর আগে ফিরে গিয়েছিলাম। আসলে
মাঝে মধ্যে অতীত ভালই আনন্দ নিয়ে আসে জীবনে।