বিবারের
গান ধর্ষণে প্ররোচনা দিচ্ছে- জাস্টিন বিবারের নতুন অ্যালবামের একটি গান
নিয়ে এমনই অভিযোগ তুললেন লেনা ডুনহ্যাম। বিবারের নতুন সোলো ‘হোয়াট ডু ইউ
মিন’ গানটি ধর্ষণে প্ররোচনামূলক বলে টুইটারে জানিয়েছেন লেনা।
যদিও নিজের টুইটার হ্যান্ডলে সরাসরি বিবারের নাম করেননি লেনা। বদলে
গানটির কয়েকটি লাইন তুলে দেন নিজের মন্তব্য জানান তিনি। লেখেন, ‘যে সকল
গানে নারীকে পণ্য হিসেবে দেখানো হয়, তা ধর্ষককে উৎসাহ দেয়।’ টুইটারে তিনি
বিবারের গানের লাইনও উল্লেখও করেন তিনি।
জাস্টিন বিবারের আপকামিং অ্যালবামের প্রথম গান ‘হোয়াট ডু ইউ মিন’। গানটি প্রকাশ পাবে ১৩ নভেম্বর।

জাস্টিন বিবারের আপকামিং অ্যালবামের প্রথম গান ‘হোয়াট ডু ইউ মিন’। গানটি প্রকাশ পাবে ১৩ নভেম্বর।