দেশের আলোচিত সমালোচিত মডেল নায়লা নাঈম
এবার নাম লেখালেন ছোট পর্দায়। এরআগে বড় পর্দায় অংশগ্রহণ করলেও ছোট পর্দায়
এই প্রথম কাজ করছেন তিনি। আরটিভির জন্য নির্মিতব্য এ নাটকটির নাম ‘মাস্তি আনলিমিটেড’। এটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ। মঙ্গলবার থেকে
রাজধানীর উত্তরায় এর কাজ শুরু হয়েছে।
পরিচালক বান্নাহ বললেন, ‘এটি মূলত তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে।
যেখানে এ প্রজন্মের ছেলে-মেয়েদের বিভিন্ন কথা থাকবে।’ তিনি জানালেন, এটা
ব্যান্ডেড ফিকশন। ম্যাক্স কোলা এর পৃষ্ঠপোষক।
মাস্তি আনলিমিটেড’ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘মূলত তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। এতে আমি অভিনয় করছি। বুধবার আমার অংশের দৃশ্যধারণ হবে। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আমার চেষ্টা থাকবে দর্শকের ভাললাগার মতো যেন অভিনয় করতে পারি।’
২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন নায়লা। সম্প্রতি তিনি ‘রাত্রির যাত্রী’ ছবিতে আইটেম কন্যা হিসেবে যুক্ত হয়েছেন। সিনেমার আইটেম গানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে ‘রানআউট’ ছবিতে একই ভূমিকায় কাজ করেছেন। এর বাইরে নায়লা কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন ‘মারুফ টাকা ধরে না’ নামের একটি ছবিতে।

মাস্তি আনলিমিটেড’ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘মূলত তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। এতে আমি অভিনয় করছি। বুধবার আমার অংশের দৃশ্যধারণ হবে। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আমার চেষ্টা থাকবে দর্শকের ভাললাগার মতো যেন অভিনয় করতে পারি।’
২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন নায়লা। সম্প্রতি তিনি ‘রাত্রির যাত্রী’ ছবিতে আইটেম কন্যা হিসেবে যুক্ত হয়েছেন। সিনেমার আইটেম গানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে ‘রানআউট’ ছবিতে একই ভূমিকায় কাজ করেছেন। এর বাইরে নায়লা কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন ‘মারুফ টাকা ধরে না’ নামের একটি ছবিতে।