বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

পুঠিয়ায় স্কুলে আসার পথে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

রাজশাহীর পুঠিয়া সদরে অবস্থিত পাওয়ার ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর এক ছাত্রী (শিশু) স্কুলে আসার পথে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলার তারাপুর গ্রামের মোজাম্মেল হোসেনের লম্পট ছেলে রনির (৩২) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার সময় ওই ছাত্রী বাড়ী থেকে স্কুলে আসছিল। পথে মধ্যে কৃষ্ণপুর গ্রামের আব্দুল সালামের আম বাগানের নিকট আসলে লম্পট রনি ওই শিশু ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং আম বাগানের মধ্যে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই মেয়ের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে রনি পালিয়ে যায়। পরে ওই শিশুকে আহত অবস্থায় পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে রনিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২ তারিখ-০২-০৯-১৫ ইং। তবে এ রিপোট লেখা পর্যন্ত আসামীকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে তার পিতা থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি মামলার অন্তভূক্ত করা হয়েছে। আর আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।