ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল ইসলাম সেলিম
বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে মাদক ব্যবসায়ী বেল্লাল ওরফে
বেলাকে এক বছরের ও মাদক সেবী দুলালকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করেছেন। অন্যদিকে পুলিশি সিগন্যাল অমান্য করায় ভটভটি চালক খায়রুল ইসলামকে
এক হাজার টাকা জরিমানা করে পাবনা জেল হাজতে প্রেরন করেছেন।
ঈশ্বরদী থানা পুলিশের পৃথক অভিযানে বৃহস্পতিবার সকালে পশ্চিমটেংরীর মৃত নুরুল ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী বেল্লাল ওরফে বেলা, ভাড়ইমারী এলাকার মসলেম আলীর ছেলে খায়রুল ইসলাম ও আতাইল শিমুল এলাকার রমু শেখের ছেলে দুলাল শেখকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।
ঈশ্বরদী থানা পুলিশের পৃথক অভিযানে বৃহস্পতিবার সকালে পশ্চিমটেংরীর মৃত নুরুল ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী বেল্লাল ওরফে বেলা, ভাড়ইমারী এলাকার মসলেম আলীর ছেলে খায়রুল ইসলাম ও আতাইল শিমুল এলাকার রমু শেখের ছেলে দুলাল শেখকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।