বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

ঢাকায় আসছেন পাওলি দাম

hqdefault
‘সত্ত্বা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফের ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ছবিটিতে তিনি বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।
ছবির এ অংশে পাচঁটি গানের শুটিং করবেন বলে জানা গেছে। এ মাসের ১০ তারিখ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চলচ্চিত্রটির জন্য এতদিন ধরে শুটিং এর জন্য পরিচালক, শাকিব খান ও পাওলি দামের শিডিউল মেলাতে পারছিলেন না। মূলত পাওলির শিডিউলের জন্যই তিনি অপেক্ষা করছিলেন।
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্ত্বা’ ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও পাওলি দাম। এ ছাড়া আরো অভিনয় করছেন- নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান প্রমূখ।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় গত বছরের ১৬ নভেম্বর থেকে দৃশ্যায়নের কাজ শুরু হয়। চিত্রগ্রহণের কাজ করছেন টি ডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। এগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।