বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

'সার্জিক্যাল স্ট্রাইক' : ১৪ ভারতীয় সৈন্য নিহত!



কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর ভারতের কথিত 'সার্জিক্যাল স্ট্রাইকের' সময় পাকিস্তানি বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হামিদ মির এ তথ্য জানিয়েছেন। ভারতীয় বাহিনী আঘাত হানার কয়েক ঘণ্টা পর তিনি এই দাবি করেন। ভারত দাবি করেছে, তাদের আক্রমণে দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। এছাড়া অর্ধ শতাধিক জঙ্গি নিহত হয়েছে।
হামিদ মিরের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের দি নিউজ জানায়, ভারতীয় সৈন্যদের লাশ এখনো ওই এলাকায় পড়ে রয়েছে। তিনি নিরাপত্তা বাহিনীর নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সরবরাহ করা যে সব ভিডিও পাকিস্তানে প্রচারিত হচ্ছে, সেখানে এসব তথ্য নেই।
হামিদ মিরের জিও নিউজের ক্যাপিটাল টকে অতিথি হিসেবে অংশ নেয়া প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) ইজাজ আওয়ানও ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বাহিনীর গোলাগুলির সময় এসব ভারতীয় সৈন্য নিহত হয়।
নিরপেক্ষ কোনো সূত্র এই দাবির সত্যতা স্বীকার করেনি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের পদক্ষেপকে নিন্দা জানিয়ে বলেছেন, ভারত বিনা প্ররোচনায় হামলা করেছে।
পাকিস্তান ভারতের হামলাকে নগ্ন আগ্রাসনবলেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সার্জিকাল স্ট্রাইকস’-এর বর্ণনাকে অস্বীকার করে এটাকে একটা বিভ্রম বলে আখ্যা দিয়েছে।
তারা বলছে আজ সকালে ভারতের সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে দুইজন পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হচ্ছে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে যে সার্জিকাল স্ট্রাইকসের কথা বলা হচ্ছে সেটা একটা বিভ্রম, একটা মিথ্যা প্রভাব সৃষ্টির জন্য এটা ভারতের ইচ্ছাকৃতভাবে করা।
এর আগে ভারতের সেনাবাহিনী থেকে বলা হয়েছিল ওই অভিযানে সন্ত্রাসী ও তাদের যারা সাহায্য করতো তাদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য।
কিন্তু পাকিস্তান ভারতের পক্ষ থেকে সীমান্তে এ ধরণের হামলার কথা অস্বীকার করেছে। তারা বলছে ভারতের সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
এ মাসের শুরুতে ভারতের সেনা ঘাটিতে জঙ্গি হামলায় ১৮ জন সৈন্য নিহত হওয়ার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভারত সেনাবাহিনী ঘোষণা করে যে তারা বুধবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে। এ সময় সন্ত্রাসীঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়।
ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং দিল্লীতে এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন।
সিং সংবাদ সম্মেলনে জানান, ‘কাল রাতের ওই হামলায় সন্ত্রাসীদের এবং যারা তাদের মদত দিচ্ছিল, তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, মারা গেছে অনেকে। এই হামলার খবর আমি নিজেই পাকিস্তানের ডিজিএমও-কে ফোন করে আজ সকালে জানিয়েছি।
এই অভিযান ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এ ধরনের হামলা এখনই আবারও চালানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
ভারতীয় এই সেনা কর্মকর্তা বলেন, গতকাল তারা নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানী অংশের ভেতরে কয়েকটি স্থানে সন্ত্রাসীরাভারতে ঢোকার জন্য তৈরি হয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য পান। তাদের জম্মু-কাশ্মীর আর ভারতের অন্যান্য রাজ্যে হামলা চালানোর পরিকল্পনা ছিল।
এসব ঘাটিতে ভারতীয় সেনাবিাহিনীর অভিযান চালানোর কথা জানিয়ে ভারতের ডিজিএমও বলেন, ‘আমরা উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে পেরেছি। এই ঘটনার পরে যে কোনও পরিস্থিতির জন্যও আমরা তৈরিও আছি।
ভারতের বিদেশ মন্ত্রণালয় আর সেনাবাহিনীর ওই যৌথ সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিককে প্রশ্ন করতে দেয়া হয়নি।