বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

পাকিস্তানে হামলার পর ভারতে শেয়াবাজারে ধস



পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেনার হামলার প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারেও।
২.‌০২ শতাংশ পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। ৫৭২.‌৮৯ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমেছে ২৭ হাজার ৭১৯ পয়েন্টে। অপরদিকে নিফটি ১৮৬.‌৯০ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৮,৫৫৮ পয়েন্টে। পাল্লা দিয়ে পড়েছে টাকার দাম। ডলারের তুলনায় রুপির দাম ৪৬ পয়সা কমে দাঁড়িয়েছে ৬৬.‌৯১ রুপি। সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার কথা জানানোর পরই বিনিয়োগকারীদের মধ্যে ভীতি কাজ করে। এর পরই শেয়ার বিক্রি করতে থাকেন বিনিয়োগকারীরা।
রিয়েল এস্টেট, স্বাস্থ্য, বিদ্যুৎএর শেয়ারের দাম ৫.‌০৫ শতাংশ পড়েছে।