রবিবার, ১০ জুলাই, ২০১৬

কলকাতার ছবিতে ব্যাপক খোলামেলা সোহানা সাবা, তুমুল অালোচনা



 টলিউডে পা দিয়েই কলকাতার দর্শকদের মন জয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী সোহানা সাবা শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে অয়ন চক্রবর্তীর ছবিষড়রিপু আর এই ছবিতে নতুন মুখ হিসাবে প্রথমেই নজর কেড়েছেন সাবা
ছবিতে শিল্পপতি যোশুয়া বেনের স্ত্রী রাকা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন সাবা। মেয়েটির শখ হীরার পেছনে ছোটা। নিয়ে অনুসন্ধানের ফলে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে
এক সময় রাকা ঠান্ডা মাথায় স্বামীকে খুনের ছক কষতে থাকেন অথচ আঁচ করতেও পারেন না অন্যদিকে কীভাবে কষা হয়েছে তারও মৃত্যুছক আর এভাবেই পরকীয়ার মাধ্যমে নিজের চরিত্র যেভাবে ফুটে তুলেছেন সাবা তাতে পুরো কলকাতায় প্রশংসায় ভাসছেন তিনি
রজতাভর বিপরীতে অভিনয়ে যথেষ্ট সাবলীল তিনি। টলিউড সাবার কাছ থেকে বেশ আশা রাখতে পারে তা বোধহয় এই ছবি দেখার পর বলাই যায়