জনপ্রিয় অভিনেত্রী প্রভাকে নিয়ে
পালালেন জনপ্রিয়
আর.জে-অভিনেতা নীরব
খান ! না
এমন ঘটনা
বাস্তবে নয়,
ঘটেছে দেলোয়ার
হোসেন দিল
এর রচনা
ও পরিচালনায়
নাটক “তাহার
প্রাপ্য সে
বুঝিয়া পাইলো”
নাটকে।
নাটকের গল্পটিতে দেখা
যাবে সহজ
সরল এক
গ্রাম্য বউ
প্রভা ভালবাসেন
আর জে
নীরবকে।
তাদের এই
ভালবাসায় ঝামেলায়
জড়িয়ে পরে
দুই পরিবার। এরপর
গ্রামের গুন্ডাদের
চোখ রাঙ্গানী
আর নানান
ষড়যন্ত্র পার
করে গল্পে
আসে নানান
বাঁক ।
এ প্রসঙ্গে নীরব
বললেন,”নাটকের
গল্পটি বেশ
চমত্কার। আশা
করছি নাটকটি
সবার ভালো
লাগবে।”