জিম্বাবুয়ের বিপক্ষে শেষ
দুটি টি২০ ম্যাচের জন্য
রোববার ১৪ সদস্যের দল
ঘোষণাকরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। প্রথমবারের মতো
জাতীয় দলে ডাক
পেয়েছেন ডানহাতি স্পিন
অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন
সৈকত এবং দুই
ডানহাতি পেসার মোহাম্মদ শহীদ
ও মুক্তার আলী।
বিশ্বকাপের পর
গত বছর ভারতের
বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
হয়েছিল মুস্তাফিজুর রহমানের। অভিষেকে যে
ঝলক দেখিয়েছেন বিশ্বে
তা ইতিহাসের সাক্ষী
হয়ে গেছে। এরপর
পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে
এই তরুন পেসার।
এরপর
বিপিএলে তেমন একটা
ধারাবহিক পারফর্ম না
দেখা গেলেও আবারও
এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি
টোয়েন্টি সিরিজের দুই
ম্যাচ দারুন ভাবে
খেলেছেন মুস্তাফিজ। তাই,
টানা ম্যাচ খেলার
জন্য মুস্তাফিজকে বিশ্রামে দিয়েছেন বিসিবি। মুস্তাফিজকে ছাড়াই
জিম্বাবুয়ের বিপক্ষে বাকি
দুই ম্যাচের জন্য
টি-২০ দল
ঘোষণা করেছে বিসিবি।