রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

মেলবোর্নে ভারতের বিপিক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল স্বাগতিক অস্ট্রেলিয়া ভারত ম্যাচ হেরেছে উইকেটে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত দলীয় ১৫ রানে গত দুই ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা সাজঘরে ফেরেন
এরপর ধাওয়ান কোহলি দ্বিতীয় উইকেটে ১১৯ রান যোগ করেন। ধাওয়ান ৬৮ রান করে আউট হন। কোহলি রাহানে তৃতীয় উইকেটে ১০৯ রান যোগ করেন। কোহলি এরমাঝে তার ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেন। রাহানে ৫০ রান করে আউট হলেও কোহলি সর্বোচ্চ ১১৭ রান করে আউট হন। ৫০ ওভারে উইকেটে ২৯৫ রান তোলে ভারত
২৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্শ ৬২ রান করে আউট হন। এক পর্যায়ে ২১৫ রান তুলতেই উইকেট হারিয়ে বসে অস্ট্রলিয়া। ম্যাক্সওয়েল ফকনার সপ্তম উইকেট জয়ের ভিত গড়ে তোলেন। ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ে বন্দরে পৌছে দেন। ম্যাচ সেরা ম্যাক্সওয়েল খেলেন ৮৩ বলে ৯৬ রানের ইনিংস। বল হাতে রেখে উইকেট হারিয়ে জয়ের জন্য ২৯৬ রান তোলে অস্ট্রেলিয়া