ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সেরা
একাদশে
জায়গা
করে
নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব
আল
হাসান
ও
পেসার
মুস্তাফিজুর রহমান। শুক্রবার ওয়েবসাইটি ২০১৫
সালের
ওডিআই
ও
টেস্টের সেরা
একাদশ
ঘোষণা
করে। ২০১৫
সালে
সাকিব
আল
হাসান
বল
হাতে
২৪টি
উইকেট
নিয়েছেন ও
ব্যাট
হাতে
৪২১
রান
করেছেন। আর
মুস্তাফিজুর রহমান
৯
ম্যাচে
২৬টি
উইকেট
নিয়েছেন। এর আগে
আইসিসির বর্ষসেরা একাদশে
নাম
লেখান
মুস্তাফিজ। ওডিআই দলে
রয়েছেন
নিউজিল্যান্ডের চারজন,
অস্ট্রেলিয়ার দুইজন,
বাংলাদেশের দুইজন,
দক্ষিণ
আফ্রিকার দুইজন
ও
শ্রীলঙ্কার একজন। আর
টেস্ট
দলে
রয়েছে
অস্ট্রেলিয়ার তিনজন,
ইংল্যান্ডের তিনজন,
শ্রীলঙ্কার দুইজন,
নিউজিল্যান্ডের একজন,
ভারতের
একজন
ও
পাকিস্তানের একজন।
ওয়ানডে
একাদশ:
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), মার্টিন গাপটিল
(নিউজিল্যান্ড), কেন
উইলিয়ামসন (নিউজিল্যান্ড), কুমার
সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি
ডি
ভিলিয়ার্স (দক্ষিণ
আফ্রিকা), সাকিব
আল
হাসান
(বাংলাদেশ), গ্লেন
ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মিচেল
স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান
(বাংলাদেশ), ইমরান
তাহির
(দক্ষিণ
আফ্রিকা), ট্রেন্ট বোল্ট
(নিউজিল্যান্ড)।
টেস্ট
একাদশে:
ডেভিড
ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক
(ইংল্যান্ড), জো
রুট
(ইংল্যান্ড), কেন
উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ
(অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), দিনেশ
চান্দিমাল (শ্রীলঙ্কা), রবীচন্দ্রন অশ্বিন
(ভারত),
স্টুয়ার্ট ব্রড
(ইংল্যান্ড), জস
হাজেলউড (অস্ট্রেলিয়া) ও
ইয়াসির
শাহ
(পাকিস্তান)।