মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

নতুন বছরেই আসছে ‘আইসক্রিম’


নতুন বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চে আসছে রেদওয়ান রনির নতুন ছবি ‘আইসক্রিম’। আর এমনটিই জানিয়েছেন ছবির পরিচালক। পরিচালক রনি জানিয়েছেন, ‘অনেক আগেই ছবিটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি ডাবিংয়ের কাজও শেষ হয়েছে। আর বর্তমানে চলছে সম্পাদনার কাজ।

এ কাজটি শেষ হলেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে। এছাড়া ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ জানাতে পারব।’ নতুন তিন মুখের অভিষেক হচ্ছে ‘আইসক্রিম’ ছবির মাধ্যম। এঁরা হলেন উদয়, রাজ ও নাজিফা। ছবিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানি।

‘আইসক্রিম’ প্রযোজনা করেছে, পপকর্ণ ফিল্মস, পিংপং এন্টারটেইনমেন্ট ও টপ অব মাইন্ড। নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় ছবি ‘আইসক্রিম’।