ছবির পর্দায়-টর্দায় নয়! একেবারে বাস্তব
জীবনে
সানি
লিওন
আর
তাঁর
স্বামী
ড্যানিয়েল ওয়েবারের সিদ্ধান্ত। সব ঠিক
থাকলে
তাড়াতাড়িই মা
হতে
চলেছেন
সানি
লিওন। আর
ঠিক
এই
জায়গায়
এসে
মাথা
চাড়া
দিয়েছে
অনেকগুলো প্রশ্ন। বলিউডে
এখনও
ভালো
করে
নিজের
ক্যারিয়ার গুছিয়ে
উঠতে
পারেননি সানি। অনেক
ছবি
তিনি
করছেন
ঠিকই,
কিন্তু
সুপারহিটের তালিকায় পৌঁছয়নি একটাও!
তাহলে
এই
ক্যারিয়ারের মধ্যেই
মা
হওয়ার
সিদ্ধান্ত কেন
নিচ্ছেন তিনি?
উত্তরটা দিয়েছেন সানি
নিজেই,
তিনি
জানিয়েছেন, তিনি
আর
ড্যানিয়েল অনেক
দিন
ধরেই
পরিবারে নতুন
একটি
সদস্য
আসুক,
সেটা
চাইছিলেন। সমস্যা
হচ্ছিল
সানির
ব্যস্ততা নিয়ে।
এবার
কি
তাহলে
সানির
হাত
খালি?
মিলাপ
জাভেরির ‘মস্তিজাদে’-র
পর
আর
কোনো
ছবি
হাতে
নিচ্ছেন না
তিনি?
সানির
সিদ্ধান্ত তো
সেরকমই
বলছে।
আর কানাঘুষো বলছে
অন্য
কথা।
অনেক
দিন
ধরে
ঠেকিয়ে
রাখলেও
এবার
না
কি
সানি
আর
তাঁর
শাশুড়ির যুক্তি
খণ্ডন
করতে
পারেননি। ড্যানিয়েলের মা
অনেক
দিন
ধরেই
তাগাদা
দিচ্ছিলেন সানিকে
মা
হওয়ার
জন্য।
নানা
সময়ে
নানাভাবে শাশুড়িকে আটকেছেন সানি।
এবার
আর
কোনো
যুক্তিই দেখাতে
না
পেরে
রাজি
হতে
বাধ্য
হয়েছেন।
পর্ন দুনিয়া থেকে
বলিউডের হিন্দি
ছবির
দুনিয়ায় এসে
নিজের
জায়গা
লড়াই
করেই
প্রতিষ্ঠা করেছেন৷ আইটেম
সং,
সাহসী
দৃশ্য,
শরীর
প্রদর্শনের মধ্যেই
নিজেকে
আটকে
রাখেননি শুধু,
অভিনেত্রী হিসেবেও নিজের
জায়গা
পাকা
করেছেন
বলা
যায়৷
যদিও
বলিপাড়ায় তাঁর
বিরুদ্ধে বিদ্বেষ যে
পুরোপুরি কেটেছে
তা
বলা
যায়
না,
কিন্তু
‘সহিষ্ণু’ সানি
এই
পরিস্থিতিকেও সদর্থকভাবেই দেখেছেন৷ আর
তাই
এই
সুস্থিতিতে মা
হওয়ার
জন্য
মানসিকভাবে নিজেকে
প্রস্তুত করছেন
তিনি৷
তাঁর পরিবারও চাইছে
এবার
মা
হন
সানি৷
স্বামী
ড্যানিয়েল ওয়েবারের মা-ও নাতির মুখ
দেখার
আবদার
করেছেন
সানির
কাছে৷
আর
তাই
সব
মিলিয়ে ঘরে
নতুন
অতিথিকে স্বাগত
জানাতে
তৈরি
সানি
ও
ড্যানিয়েল৷
ছবির
পর্দায়-টর্দায় নয়! একেবারে বাস্তব জীবনে সানি লিওন আর তাঁর স্বামী
ড্যানিয়েল ওয়েবারের সিদ্ধান্ত। সব ঠিক থাকলে তাড়াতাড়িই মা হতে চলেছেন
সানি লিওন। আর ঠিক এই জায়গায় এসে মাথা চাড়া দিয়েছে অনেকগুলো প্রশ্ন।
বলিউডে এখনও ভালো করে নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেননি সানি। অনেক ছবি
তিনি করছেন ঠিকই, কিন্তু সুপারহিটের তালিকায় পৌঁছয়নি একটাও! তাহলে এই
ক্যারিয়ারের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত কেন নিচ্ছেন তিনি?
উত্তরটা দিয়েছেন সানি নিজেই, তিনি
জানিয়েছেন, তিনি আর ড্যানিয়েল অনেক দিন ধরেই পরিবারে নতুন একটি সদস্য আসুক,
সেটা চাইছিলেন। সমস্যা হচ্ছিল সানির ব্যস্ততা নিয়ে। এবার কি তাহলে সানির
হাত খালি? মিলাপ জাভেরির ‘মস্তিজাদে’-র পর আর কোনো ছবি হাতে নিচ্ছেন না
তিনি? সানির সিদ্ধান্ত তো সেরকমই বলছে।
আর কানাঘুষো বলছে অন্য কথা। অনেক দিন ধরে
ঠেকিয়ে রাখলেও এবার না কি সানি আর তাঁর শাশুড়ির যুক্তি খণ্ডন করতে
পারেননি। ড্যানিয়েলের মা অনেক দিন ধরেই তাগাদা দিচ্ছিলেন সানিকে মা হওয়ার
জন্য। নানা সময়ে নানাভাবে শাশুড়িকে আটকেছেন সানি। এবার আর কোনো যুক্তিই
দেখাতে না পেরে রাজি হতে বাধ্য হয়েছেন।
পর্ন দুনিয়া থেকে বলিউডের হিন্দি ছবির
দুনিয়ায় এসে নিজের জায়গা লড়াই করেই প্রতিষ্ঠা করেছেন৷ আইটেম সং, সাহসী
দৃশ্য, শরীর প্রদর্শনের মধ্যেই নিজেকে আটকে রাখেননি শুধু, অভিনেত্রী
হিসেবেও নিজের জায়গা পাকা করেছেন বলা যায়৷ যদিও বলিপাড়ায় তাঁর বিরুদ্ধে
বিদ্বেষ যে পুরোপুরি কেটেছে তা বলা যায় না, কিন্তু ‘সহিষ্ণু’ সানি এই
পরিস্থিতিকেও সদর্থকভাবেই দেখেছেন৷ আর তাই এই সুস্থিতিতে মা হওয়ার জন্য
মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি৷
তাঁর পরিবারও চাইছে এবার মা হন সানি৷
স্বামী ড্যানিয়েল ওয়েবারের মা-ও নাতির মুখ দেখার আবদার করেছেন সানির
কাছে৷ আর তাই সব মিলিয়ে ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি সানি ও
ড্যানিয়েল৷