বেড়ে ওঠা টাঙ্গাইলে। সেখানেই ক্লাসিক্যাল নাচ আর মঞ্চে অভিনয় করতেন তাসমীম রহমান ইমা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মিডিয়ায় কাজ করার। ইমার সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ঢাকায় এসে মডেলিং আর অভিনয়ে মন দিয়েছেন তিনি। আপাতত রুপালি পর্দায় অভিনয় নিয়ে ভাবছেন না। নিজেকে প্রস্তুত করে তবেই তিনি পা রাখবেন ঢালিউডে। সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে এক ফটোশুটে অংশ নেন ১৮ বছর বয়সী এই তরুণী।