বিশ্বের ৫‘শ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস।
জর্ডানের রাজধানী আম্মানের ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার’ নামে একটি সংস্থার প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার প্রকাশিত এই তালিকায় ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজালের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
জর্ডানের এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতি, বাণিজ্য, সমাজসেবা, কলা-সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য মুসলমান সম্প্রদায়ের বাছাই করা ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রস্তুত করে।
চলতি বছরের ৫০০ মুসলমান প্রভাবশালী ব্যক্তির তালিকায় রাজনৈতিক নেতাদের ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নাম রয়েছে।
ইসলামি চিন্তাবিদ হিসেবে তালিকায় জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজালের নাম স্থান পেয়েছে।
সমাজসেবা ক্যাটাগরিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনুস ও ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ এবং মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেনের নাম রয়েছে।